Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১২, ২০২৩

‌বাংলাদেশ স্পিনারদের ভয় পাচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বাংলাদেশ স্পিনারদের ভয় পাচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন

শুক্রবার বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। পরপর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও বেঙ্গল টাইগারদের বিরুদ্ধে মাঠে নামার আগে কিছুটা হলেও চিন্তিত কিউয়িরা। ছন্দে থাকা নিউজিল্যান্ড ব্যাটারদের চিন্তা বাংলাদেশের স্পিনাররা। সাকিব, মিরাজ, মাহেদিদের বোলিংই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দুই দল শুক্রবার মুখোমুখি হবে। এমনিতেই চিপকের বাইশ গজ বরাবরই স্পিনারদের সাহায্য করে আসে। বিশ্বকাপে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচেও তার ব্যতিক্রম ঘটেনি। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিনদের স্পিনে ধরাশায়ী হয়েছিল অস্ট্রেলিয়া। বিপক্ষের ১০ উইকেটের মধ্যে ৬টিই তুলে নিয়েছিলেন স্পিনাররা। বাংলাদেশের সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, মাহেদি হাসানরাও যে শুক্রবার ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, সেকথা বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশের স্পিনাররা সমস্যায় ফেলবে কিনা এই প্রশ্নের উত্তরে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘‌বাংলাদেশের বিরুদ্ধে আমাদের বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। চেন্নাইয়ে বল স্পিন করছে। ভারত–অস্ট্রেলিয়া ম্যাচে দেখেছি, যত খেলা গড়িয়েছে উইকেটের আচরণ বদলেছে। বাংলাদেশ দলে ভাল স্পিনার রয়েছে। আমাদের সামনে চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমাদের দলেও ভাল স্পিনার আছে। ম্যাচে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’‌
এখনও পর্যন্ত দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে। দুই দলের স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। দুটি ম্যাচে বাংলাদেশ বোলাররা ১৯ উইকেট তুলে নিয়েছিলেন। এর মধ্যে ১১টি উইকেট নেন স্পিনাররা। আর নিউজিল্যান্ড দুটি ম্যাচে বিপক্ষের ১৮ উইকেট তুলে নিয়েছিল। এর মধ্যে স্পিনারদের দখলে ১১টি। চেন্নাইয়েও শুক্রবার স্পিনারদের দাপট দেখা যাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!