- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৯, ২০২৪
সুপার এইটে প্রথম ম্যাচে সামনে আফগানিস্তান, ব্যাটিং নিয়ে চিন্তা ভারতের
বৃহস্পতিবার বিশ্বকাপের সুপার এইট অভিযান শুরু করছে ভারত। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে মিডল অর্ডারের ব্যর্থতা।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে গ্রুপ লিগের তিনটি ম্যাচ খেলেছিল ভারত। কঠিন উইকেটে বিরাট কোহলি, রোহিত শর্মারা সেভাবে জ্বলে উঠতে পারেননি। ফ্লোরিডার লডারহিলে কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ফলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সুপার এইটের ম্যাচ খেলতে আসার আগে সেভাবে ব্যাটিং প্র্যাকটিস পায়নি ভারতীয় দল। সুপার এইটে প্রথম ম্যাচে রশিদ খানদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা বিরাট কোহলিদের।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে সবথেকে বড় মাথা ব্যথা বিরাট কোহলির ফর্ম। আইপিএলে দুরন্ত ছন্দে থাকলেও বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচে মাত্র ৫ রান করেছেন কোহলি। বার্বাডোজে আসার পর তাঁকে নিয়ে নেটে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। এখন দেখার দ্রাবিড়ের টোটকায় সুপার এইটে রানে ফেরেন কিনা কোহলি।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালের বাইশ গজ যথেষ্ট মন্থর। সে কথা মাথায় রেখে শিবম দুবেকে বসিয়ে ভারতীয় দল বাড়তি স্পিনার খেলায় কিনা, সেটাই দেখার। যদি বাড়তি স্পিনার খেলানো হয় তাহলে প্রথম একাদশে আসতে পারেন কুলদীপ যাদব। আর ব্যাটিং শক্তি বাড়াতে গেলে যশশ্বী জয়সওয়ালকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন যশশ্বী। আর বিরাট কোহলি তিন নম্বরে নেমে যাবেন। এতে মিডল অর্ডার আরও শক্তিশালী হবে।
টি–টোয়েন্টি ক্রিকেটে এখনও ভারতের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি আফগানিস্তান। গ্রুপ লিগের ম্যাচে নিউজিল্যান্ডের মতো দলকে উড়িয়ে চমক দেখিয়েছিল আফগানরা। কিন্তু গ্রুপ লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হতে হয়েছিল। আফগানিস্তানের কাছে বাড়তি সুবিধা বেশ কয়েকজন ক্রিকেটারের আইপিএল খেলার অভিজ্ঞতা। এটা নিশ্চিতভাবেই কাজে দেবে আফগানদের। এছাড়া কেনসিংটন ওভালের মন্থর উইকেটে রশিদ খান মহম্মদ নবি, গুলবাদিন নাইবের মতো স্পিনাররা যথেষ্ট বেগ দিতে পারে ভারতীয় মিডল অর্ডারকে। সুতরাং সুপার এইটের প্রথম ম্যাচ মোটেই সহজ হবে না ভারতীয়দের কাছে।
❤ Support Us