Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১১, ২০২৪

দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হার, জেতা ম্যাচ হাতছাড়া করার নজির অক্ষুন্ন রাখল বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হার, জেতা ম্যাচ হাতছাড়া করার নজির অক্ষুন্ন রাখল বাংলাদেশ

টি২০ ক্রিকেট শুধু যে ব্যাটারদের খেলা, চলতি বিশ্বকাপে ধারণাটা ভুল প্রমাণ করে দিচ্ছেন বোলাররা। বোলারদের দাপটে লো স্কোরিং ম্যাচও হয়ে উঠছে উপভোগ্য। অধিকাংশ ম্যাচেই এই ছবিটা দেখা গেছে। সেই ধরণের ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ ম্যাচও। জয়ের জন্য সামনে ১১৩ রানের লক্ষ্য। আর সেই রান তুলতেই ব্যর্থ বাংলাদেশ। ২০ ওভারে থেমে গেল ১০৯/‌৭ রানে। হার ৪ রানে।
জেতা ম্যাচ হাতছাড়া করার ব্যাপারে ধারাবাহিকতা অক্ষুন্ন রাখল বাংলাদেশ। ৩ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২০ রান। হাতে ৬ উইকেট। সহজ অঙ্ক। কিন্তু চলতি বিশ্বকাপে টি২০ ক্রিকেটের সমীকরণই বদলে গেছে। যত কম রানই হোক না কেন, বিপক্ষ দল তুলতে হিমসিম খাচ্ছে। বাংলাদেশের জয়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই ছিল। কারণ ক্রিজে তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ। রাবাদার বলে তৌহিদ (‌৩৪ বলে ৩৭)‌ ফিরতেই চাপ বেড়ে যায়।
শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১১ রান। কেশব মহারাজের প্রথম বল ওয়াই। পরের দুই বলে আসে ১ ও ২ রান। তৃতীয় বলে জাকের আলি (‌৮)‌ আউট। চতুর্থ বলে ১। শেষ ২ বলে দরকার ছিল ৬। মাহমুদুল্লাহকে (‌২৭ বলে ২০)‌ তুলে নিয়ে বাংলাদেশের জয়ের আশায় জল ঢেলে দেন মহারাজ। তবে ১৮ তম ওভারটাই ছিল টার্নিং পয়েন্ট ওই ওভারে মাত্র ২ রান দিয়ে তৌহিদের উইকেট তুলে নেন রাবাদা। তানজিদ হাসান (‌৯)‌, নাজমুল হোসেন (‌২৩ বলে ১৪)‌, লিটন দাস (‌৯)‌, সাকিব আল হাসানরা (‌৩)‌ যদি নিজেদের একটু মেলে ধরতে পারতেন, তাহলে টানা দ্বিতীয় জয় তুলে নিতে পারত বাংলাদেশ।
তবে, নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত অবাক করার মতো। তানজিদ হাসান ও তাসকিনের দাপটে ২৩ রানের মধ্যেই ডাগ আউটে রেজা হেনড্রিকস (‌০)‌, কুইন্টন ডিকক (‌১১ বলে ১৮)‌, এইডেন মার্করাম (‌৪)‌, ট্রিস্টান স্টাবস (‌০)‌। ম্যাচের সেরা ক্লাসেন (‌৪৪ বলে ৪৬)‌ ও ডেভিড মিলারের (‌৩৮ বলে ২৯)‌ সৌজন্যে ১১৩/‌৬ রানে পৌঁছয় দক্ষিণ আফ্রিকা। ১৮ রানে ৩ উইকেচ নেন তানজিম ও ১৯ রানে ২ উইকেচ নেন তাসকিন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!