Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১, ২০২৪

আইসিসি–র টি২০ র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষেই সূর্য, কোহলি ৪৭ নম্বরে

আরম্ভ ওয়েব ডেস্ক
আইসিসি–র টি২০ র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষেই সূর্য, কোহলি ৪৭ নম্বরে

গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলার সময় চোট পেয়েছিলেন। এবছর দেশের হয়ে একটাও ম্যাচ খেলেননি। তা সত্ত্বেও আইসিসি টি ২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। রেটিং পয়েন্টে তিনি এতটাই এগিয়ে রয়েছেন, অন্যদের এই মুহূর্তে তাঁকে স্পর্শ করা যথেষ্ট কঠিন।
৮৬১ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্টের রেটিং পয়েন্ট ৮০২। তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৪। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৩। ৭৫৫ পয়েন্টে পঞ্চম স্থানে মার্করাম। যশস্বী জয়সওয়াল ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার প্রথম দশে নেই। ৭১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন যশস্বী। বিরাট কোহলি রয়েছেন ৪৭ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫১১। ৪৯২ পয়েন্ট নিয়ে ৫১ নম্বরে রয়েছেন রোহিত শর্মা।
বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার আদিল রশিদ। তাংর রেটিং পয়এন্ট ৭২৬। প্রথম দশে ভারতীয়দের মধ্যে রয়েছেন দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই। ৬৬০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অক্ষর প্যাটেল। ৬৫৯ পয়েন্টে সপ্তম স্থানে রবি বিষ্ণোই। র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তিন ধাপ এগিয়ে পাকিস্তানের এই বাঁহাতি জোরে বোলার এখন ১৪ নম্বরে। টি ২০ অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব আল হাসান। তাঁর রেটিং পয়েন্ট ২৪০।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!