Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৭, ২০২৩

পেনাল্টি কিকে গোলকিপারদের জন্য ফিফার নির্দেশ। পয়লা জুলাই থেকে লাগু নয়া নিয়ম

আরম্ভ ওয়েব ডেস্ক
পেনাল্টি কিকে গোলকিপারদের জন্য ফিফার নির্দেশ। পয়লা জুলাই থেকে লাগু নয়া নিয়ম

গত বছর কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স ম্যাচে আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের মাইন্ড গেম নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। তিনি শুধু বিপক্ষের ফুটবলারদের আটকে ক্ষান্ত হননি। টাইব্রেকারে দু–দুটি শট বাঁচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। ট্রাইবেকারে তিনি ফ্রান্সের ফুটবলারদের বিভ্রান্ত করেছিলেন। তারপর থেকেই মার্টিনেজের মাইন্ড গেম নিয়ে সমালোচনা শুরু হয়। আর সমালোচনা শুরু হতেই গোলকিপারদের জন্য নিয়মের পরিবর্তন করছে ফিফা। নতুন নিয়ম চালু হবে এবছর ১ জুলাই থেকে।
ফিফার নতুন নিয়মে বলা হয়েছে যে টাইব্রেকারের সময় গোলকিপাররা কোনও ভাবেই শট নিতে আসা ফুটবলারদের বিভ্রান্ত করতে পারবেন না। গোলকিপারদের জন্য যে নতুন নিয়মগুলি আসছে সেগুলি হল,

●‌ পেনাল্টি নেওয়ার সময় গোলকিপাররা কোনও ভাবেই গোল পোস্ট কিংবা নেট টাচ করতে পারবে না

●‌ কোনও ভাবেই পেনাল্টি নিতে আসা ফুটবলারকে বিভ্রান্ত করতে পারবেন না

●‌ পেনাল্টিতে অযথা দেরি করাতে পারবেন না
●‌ পেনাল্টি নিতে আসা ফুটবলারকে অসম্মান করতে পারবেন না।

২০২২ ফিফা বিশ্বকাপের সময় আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে ফাইনাল ম্যাচ টাইব্রেকারে চলে গিয়েছিল। টাইব্রেকারের সময় আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কৌশল ছিল যেনতেন প্রকারে ফ্রান্সের ফুটবলারদের বিভ্রান্ত করা। বিপক্ষের ফুটবলার টাইব্রেকার মারতে আসার আগেই এমিলিয়ানো মার্টিনেজ পেনাল্টি স্পটে পৌঁছে যাচ্ছিলেন। এছাড়া পেনাল্টি শুরুর আগে তিনি প্রতিপক্ষ গোলকিপার হুগো লরিস এবং স্ট্রাইকার কিলিয়ান এমবাপের সঙ্গে করমর্দন করেন। পেনাল্টি নেওয়ার আগে বলগুলো সঠিকভাবে জায়গায় বসানো হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য রেফারিকে দুবার বলেছিলেন।

পুরো টাইব্রেকার শেষ হওয়ার আগে গোলকিপারা সাধারণত বড় রকমের উদযাপন করেন না। কিন্তু মার্টিনেজ টাইব্রেকার শেষ হওয়ার আগেই উদযাপন শুরু করেছিলেন। এমনকি একটা টাইব্রেকার বাঁচানোর পরে নাচতেও শুরু করেন। ফ্রান্সের তৃতীয় পেনাল্টি শট নিতে এসেছিলেন চৌমেনি। মার্টিনেজ তাঁর কাছ থেকে বল কেড়ে নেন এবং শট নিতে দেরি করেন। বলটি চৌমেনির কাছ থেকে কেড়ে নিয়ে তিনি দূরে ফেলে দিয়েছিলেন যদিও রেফারি তাকে কোনও রকম সতর্ক করেননি। এমনকি চৌমেনির দিকে তাকিয়ে মার্টিনেজ অর্থবহ হাসিও হেসেছিলেন। সেই শটে চৌমেনি গোল করতে পারেননি। চতুর্থ পেনাল্টি শট নিতে আসা কেলো মুয়ানির সঙ্গেও মাইন্ড গেম খেলার চেষ্টা করেছিলেন মার্টিনেজ। সেই সময় তিনি রেফারির কাছ থেকে হলুদ কার্ড দেখেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!