শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন নোভাক জকোভিচ। পৌঁছে গেলেন ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে। এই নিয়ে ১৩ বার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন জকোভিচ। স্পর্শ করলেন রজার ফেডেরার ও আন্দ্রে আগাসির রেকর্ড।
সোমবার আর্থার অ্যাশ কোর্টে জকোভিচ হারালেন ক্রোয়েশিয়ার বোরনা গোজোকে। ম্যাচের ফল ৬–২, ৭–৫, ৬–৪। কোয়ার্টার ফাইনালে জকোভিচের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজ। প্রি–কোয়ার্টার ফাইনালে টেলর ফ্রিৎজ ৭–৬ (৭–২), ৬–৪, ৬–৪ ব্যবধানে হারিয়েছেন ডমিনিক স্ট্রাইকারকে। ম্যাচের পর জকোভিচ বলেন, ‘আমি জানতাম যে বোরনা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। যদিও আমি আগে কখনও ওর বিরুদ্ধে খেলিনি। ওকে বাছাইপর্ব এবং মূল ড্রয়ের শেষ দু’রাউন্ডে খেলতে দেখছিলাম। ওর সার্ভ এবং ফোরহ্যান্ড যথেষ্ট শক্তিশালী।’ জকোভিচ প্রত্যাশামতো এগোলেও মহিলাদের সিঙ্গলসে ইন্দ্রপতন। প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা ইগা সিয়নতেক। গতবারের চ্যাম্পিয়ন ইগাকে হারিয়ে অঘটন ঘটিয়েছেন জেলেনা ওস্তাপেঙ্কো। প্রথম সেটে অবশ্য ৬–৩ ব্যবধানে জিতেছিলেন ইগা সিয়নতেক। পরের দুটি সেট ৬–৪, ৬–১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পোঁছে যান ওস্তাপেঙ্কা। এই নিয়ে ইগার বিরুদ্ধে চারটি সাক্ষাৎকারেই জিতলেন ওস্তাপেঙ্কা। তাঁর কাছে হেরে ৭৫ সপ্তাহ পর বিশ্বের ১ নম্বর খেলোয়াড়ের তকমা হারালেন ইগা সিয়নতেক। কোয়ার্টার ফাইনালে ওস্তাপেঙ্কার সামনে কোকো গউফ। ক্যারোলিন ওজনিয়াকিকে ৬–৩, ৩–৬, ৬–১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ওজনিয়াকি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34