- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ৬, ২০২৪
স্বস্ত্বির বৃষ্টি কলকাতায়, তবে বর্ষা আসতে এখনও দেরি দক্ষিণবঙ্গে

সারাদিনের ভ্যাপসা গরম থেকে অবশেষে মুক্তি পেল কলকাতাবাসী । বৃহস্পতিবার বিকেল চারটে বাজতে না বাজতেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আকাশ ঝেঁপে নামলো বৃষ্টি।বাতাসের আপেক্ষিক আর্দ্রতার কারণে সকাল থেকে মেঘলা আকাশ ও অসহ্য গরমে অতিষ্ট শহরবাসীকে মুক্তি দিল এ বৃষ্টি।ঠাণ্ডা হাওয়ার পরশে স্বস্ত্বি মিলেছে মানুষের।
সকালে আবহাওয়া দফতর জানিয়েছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্ত্বি। স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে । বেলা ক্রমশ বিকেলের দিকে গড়াতেই মুখ গোমড়া মেঘলা আকাশের ঠোঁটের কোনে হাসি ফুটিয়ে নামলো ধারা। তবে দক্ষিণবঙ্গে আগামী দুদিন আরও ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সপ্তাহের শেষটাও খুব একটা স্বস্ত্বিদায়ক থাকবে না। পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া-পুরুলিয়ায় তাপমাত্রা ৪৩-৪৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আন্দামান, কর্নাটক, গুজরাত এবং নাগাল্যান্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। অক্ষরেখাটি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে । যার জেরে দক্ষিণবঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কদিন এ মাত্রা ৩ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে দক্ষিণবঙ্গে অফিসিয়ালি বর্ষা প্রবেশ করতে এখনও দেরি আছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে ১২ – ১৩ জুন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে । ওই সময়ে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে হাওয়া প্রবেশ করে। ফলে দক্ষিনবঙ্গের এখনই অপেক্ষার প্রহর শেষ হচ্ছেনা ।
❤ Support Us