- দে । শ
- জানুয়ারি ৩, ২০২৩
“হ্যাঁ, আমি প্লেবয় ছিলাম তাঁকে গিয়ে বলুন”,স্বীকারোক্তি ইমরান খানের

প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া ইমরান খানকে “প্লে বয়” হিসেবে অভিহিত করেছিলেন। সেই ব্যাপারে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তাঁকে গিয়ে বলুন আমি একসময় প্লে বয় ছিলাম।”
নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেন,” অবসরপ্রাপ্ত সেনাপ্রধান একসময় আমাকে এক বৈঠকে প্লে বয় বলে ডেকেছিলেন। সেই উত্তরে তাঁকে আমি বলেছিলাম, হ্যাঁ আমি প্লে বয় ছিলাম।” তবে বাজওয়ার সঙ্গে তাঁর শেষ কবে বৈঠক হয়েছিল সে ব্যাপারে অবশ্য মুখ খোলেননি ইমরান খান।
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান প্রাক্তন সেনাপ্রধান সম্পর্কে বলেন, “বাজওয়া আমাদের পিঠে ছুরিকাঘাত করছিলেন এবং সহানুভূতিও দেখিয়েছিলেন।” ইমরান খান আরও দাবি করেছেন, বাজওয়ার ‘সেট-আপ’ এখনও দেশে কাজ করছে। প্রাক্তন সেনাপ্রধান দেশে জবাবদিহি চাননি। তাই জেনারেল বাজওয়ার সঙ্গে সম্পর্কের অবনতি হয় বলে দাবি করেন ইমরান খান। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পিঠে চুরি মারার পর আমার প্রতি সহমর্মিতা জানিয়েছেন জেনারেল বাজওয়া।” ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এজন্য তিনি দেশের এস্টাব্লিশমেন্ট ও বিদেশি শক্তিকে দায়ী করেছেন। ইমরান খান মনে করেন, তাঁকে ক্ষমতা যুক্ত করার পেছনে প্রাক্তন সেনাপ্রধান বাজওয়ার হাত ছিল।
❤ Support Us