- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৭, ২০২৫
চোটের জন্য ছিটকে গেলেন কোহলি, রোহিত ব্যর্থ, শুভমানের ব্যাটে ভর করে ইংল্যআন্ডকে ৪ উইকেটে হারাল ভারত

টেস্টে দৈন্যতা ফুটে উঠলে কী হবে, সাদা বলের ক্রিকেট ভারত যে বাঘ, আবার প্রমান হয়ে গেল। কদিন আগেই টি২০ সিরিজে ইংল্যান্ডকে ৪–১ ব্যবধানে পরাজিত করেছে। এবার একদিনের সিরিজেও দাপটের সঙ্গে শুরু করল। সিরিজের প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ১–০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল। দুরন্ত ব্যাটিং করে ভারতের জয় নিশ্চিত করেন শুভমান গিল। অধিনায়ক রোহিত শর্মার ব্যর্থতা অব্যাহত।
এদিন ম্যাচ শুরুর আগেই ধাক্কা ভারতের। ফিটনেস টেস্টে পাশ করতে না পারায় ম্যাচ থেকে ছিটকে যান বিরাট কোহলি। তাঁর জায়গায় অভিষেক হয় যশস্বী জয়সওয়ালের। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ঝড়ের গতিতে শুরু করেছিলেন দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট। ওপেনিং জুটিতে ৮.৫ ওভারে ৭৫ রানে পৌঁছে যায় ইংল্যান্ড। ফিল সল্ট ২৬ বলে ৪৩ রানে রান আউট গতেই ছন্দপতন ইংল্যান্ডের। পরের ওভারেই আউট হন বেন ডাকেট (২৯ বলে ৩২) ও হ্যারি ব্রুক (০)। দুজনকেই ফেরান একদিনের ক্রিকেটে অভিষেককারী হর্ষিত রানা। ১০ ওভারের শেষে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৭।
এরপর ইংল্যান্ডকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন জো রুট ও অধিনায়ক জস বাটলার। যদিও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি রুট। ৩১ বলে ১৯ রান করে আউট হন। মিডল অর্ডারে লড়াই করেন বাটলার (৬৭ বলে ৫২) ও জ্যাকব বেথেল (৬৪ বলে ৫১)। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ২৪৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। লিয়াম লিভিংস্টোন (১০ বলে ৫), ব্রাইডন কার্সরা (১৮ বলে ১০) রান পাননি। জোফ্রা আর্চার ১৮ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। হর্ষিত রানা ৫৩ রানে ৩ উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ২৬ রানে নেন ৩ উইকেট। ২০২৩ সালের বিশ্বকাপের পর প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমে ৩৮ রানে ১ উইকেট নেন।
ভারতীয় ইনিংসে সকলেই তাকিয়েছিল রোহিত শর্মার দিকে। ব্যর্থতা কাটিয়ে তিনি রানে ফেরেন কিনা, সেটাই ছিল দেখার। কিন্তু সাদা বলের ক্রিকেটেও ছন্দহীন ভারত অধিনায়ক। এদিন মাত্র ৭ বল ক্রিজে স্থায়ী ছিলেন। পঞ্চম ওভারে ২ রান করে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। পরের ওভারেই যশস্বী জয়সওয়ালকে (২২ বলে ১৫) তুলে নেন জোফ্রা আর্চার। একদিনের অভিষেক ম্যাচে ব্যর্থ যশস্বী।
১৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর চাপ কাটিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যান শুভমান গিল ও শ্রেয়স আয়ার। শুভমান ধরে খেললেও অন্যপ্রান্তে ঝড় তোলেন শ্রেয়স। ৩৬ বলে ৫৯ রান করে তিনি আউট হন। শ্রেয়স ফিরে যাওয়ার পর শুভমানের সঙ্গে জুটি বেঁধে ভারতে জয়ের জিতে এগিয়ে নিয়ে যান। ৪৭ বলে ৫২ রান করে আউট হন অক্ষর। লোকেশ রাহুল ২ রান করেন। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি পেলেন না শুভমান। ৯৬ বলে ৮৭ রান করে আউট হন তিনি। এরপর ভারতকে জয় এনে দেন রবীন্দ্র জাদেজা (১০ বলে অপরাজিত ১২)। ৩৮.৪ ওভারে ৬ উইকেটে ২৫১ তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন সাকিব মাহমুদ ও আদিল রশিদ। ম্যাচের সেরা হয়েছেন শুভমান গিল।
❤ Support Us