- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৫, ২০২৪
পরপর ২ ম্যাচে রোহিতের শূন্য, তরুণ ব্রিগেডের হাত ধরে সিরিজ জয় ভারতের
১৪ মাস পর আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। উদ্দেশ্য ২০২৪ টি২০ বিশ্বকাপে খেলা। এই দুই অভিজ্ঞ ব্যাটারের বিশ্বকাপে খেলা উচিত কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিতর্ক আরও উস্কে দিল রোহিতের টানা দুটি ম্যাচের ব্যর্থতা। পরপর দুটি ম্যাচে খাতাই খুলতে পারলেন না ক্যাপ্টেন। রোহিত রান না পেলেও এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত। তরুণ ব্রিগেডের হাত ধরে দ্বিতীয় ম্যাচে জয় ৬ উইকেটে।
ইন্দোরে দ্বিতীয় ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল রোহিত। শুরুটা খারাপ হয়নি আফগানিস্তানের। পাওয়ার প্লে–তে ওঠে ৫৮/২। ১৩.২ ওভারে ১০০ রান পূর্ণ হয়। শেষ ৫ ওভারে তোলে ৬৩। ২০ ওভারে ১৭২ রানে অল আউট হয়ে যায়। আফগানিস্তানের হয়ে সর্বাধিক রান করেন গুলবদিন নাইব। ৫টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৫৭ রান করেন তিনি। রহমানুল্লাহ গুরবাজ করেন ১৪, ইব্রাহিম জাদরান ৮, আজমাতুল্লাহ ওমরজাই ২, মহম্মদ নবি ১৪, নাজিবুল্লাহ জাদরান ২১ বলে ২৩, করিম জানাত ১০ বলে ২০, মুজিব উর রহমান ৯ বলে ২১ রান করেন।
শেষ ওভারে আফগানিস্তান অবশ্য বেশি রান তুলতে পারেনি। অর্শদীপের ওভারে ৪ উইকেট হারায়। এরমধ্যে ২টি রান আউট। ৩২ রানে ৩ উইকেট পান অর্শদীপ সিং। অক্ষর প্যাটেল ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। রবি বিষ্ণোই ৩৯ রানে নেন ২ উইকেট। শিবম দুবের ১ উইকেট। মুকেশ কুমার ও ওয়াশিংটন সুন্দর কোনও উইকেট পাননি।
জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম বলে রোহিতের (০) উইকেট হারায় ভারত। দীর্ঘদিন পর টি২০ ক্রিকেটে খেলতে নামা বিরাট কোহলি অবশ্য ভাল শুরু করেছিলেন। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২৯ রান করে তিনি আউট হন। এরপর ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান দুই তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে। ৩৪ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন যশস্বী। জিতেশ শর্মা শূন্য রানে সাজঘরে ফেরেন। এরপর ভারতকে জয়ের লক্ষ্যে পৌংছে দেন শিবম দুবে। ৩২ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন তিনি। মারেন ৫টি ৪ ও ৪টি ৬। ২৬ বল বাকি থাকতে ১৭৩/৪ তুলে ম্যাচ জিতে নেয় ভারত।
❤ Support Us