- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৩, ২০২৩
মায়ানমারকে ১–০ ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় প্রতিযোগিতায় যাত্রা শুরু করল ভারত
এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় প্রতিযোগিতার আয়োজন করেছে ভারত। ভারতের কোচ ইগর স্টিম্যাকের লক্ষ্য এশিয়ান কাপের আগে যত বেশি সম্ভব ফুটবলারকে সম্ভব দেখে নেওয়া। প্রস্তুতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রথম ম্যাচে মায়ানমারকে ১–০ ব্যবধানে হারাল ভারত। ম্যাচের একমাত্র গোলটি করেন অনিরুদ্ধ থাপা। ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে ভারতকে জিততে যথেষ্ট বেগ পেতে হয়েছে। তবে সুনীল ছেত্রীরা গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত ভারত।
এদিন প্রথম একাদশে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে সুযোগ দিয়েছিলেন স্টিম্যাক। কিন্তু তাঁরা সেভাবে নজর কাড়তে পারেননি।শুরুতেই সুনীল ছেত্রী এবং অনিরুদ্ধ থাপার সামনে গোলের সুযোগ এসে গিয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেননি। ১৪ মিনিটে আবার গোলের সুযোগ এসে গিয়েছিল ভারতের সামনে। মহম্মদ ইয়াসিরের দুরন্ত কর্নারে অরক্ষিত সুনীল ছেত্রী হেড করেছিলেন। কিন্তু তাঁর সেই হেড অল্পের জন্য বারের উপর দিয়ে উড়ে যায়।
২৯ মিনিটে আবার সুনীল ছেত্রীর সামনে গোলের সুযোগ এসে গিয়েছিল। কিন্তু সেবারও গোল করতে ব্যর্থ হন সুনীল। পরের মিনিটে তাঁর দুর্বল শট আটকে দেন মায়ানমার গোলকিপার। মায়ানমারও যে গোলের সুযোগ পায়নি, এমন নয়। ৪১ মিনিটে মায়ানমারের এক ফুটবলারের হেড দারুন ভাবে সেভ করেন ভারতের গোলকিপার অমরিন্দার সিং। অবশেষে প্রথমার্ধের ইনজুরি সময়ে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ভারত। ডান দিক থেকে ওভারল্যাপে উঠে এসে রাহুল বেকে বল বাড়ান বক্সের মধ্যে। সেই বল মায়ানমারের এক ডিফেন্ডারের পায়ে লেগে অনিরুদ্ধ থাপার কাছে যায়। বক্সের মধ্যে ওৎপাতাশিকারির মত দাঁড়িয়ে থাকা অনিরুদ্ধ গোল করতে ভুল করেননি।
আক্রমণের ঝাঁঝ বাড়াতে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা পরিবর্তন করেন ইগর স্টিম্যাক। ইয়াসিরের জায়গায় মাঠে নামান সুরেশ সিং, বিপিন সিংয়ের জায়গায় মনবীর সিং এবং ছাংতের পরিবর্তে নওরেম মহেশ সিংকে। এতে আক্রমণের ঝাঁঝ বাড়ে ভারতের। ৭৪ মিনিটে মায়ানমারের জালে বল জড়িয়ে ছিলেন সুনীল ছেত্রী। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। পরের মিনিটে সুনীল ছেত্রীর একটা হেড দুরন্ত সেভ করেন মায়ানমারের গোলকিপার। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসেও আর গোল সংখ্যা বাড়াতে পারেনি ভারত।
❤ Support Us