- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৩, ২০২২
রোহিতদের ব্যর্থতা ঢাকছেন হরমনপ্রীতরা, এশিয়া কাপের ফাইনালে ভারত

গ্রুপ লিগে পাকিস্তানে কাছে পরাজয় যে একটা দূর্ঘটনা ছিল, প্রমান করেই চলেছেন হরমনপ্রীত কাউররা। মহিলাদের এশিয়া কাপে অপ্রতিরোধ্য গতিতে এগিয়েই চলেছে ভারত। থাইল্যান্ড ৭৪ রানে উড়িয়ে পৌঁছে গেল ফাইনালে। দুরন্ত বোলিং করে ভারতকে জয় এনে দেন দীপ্তি শর্মা। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৪৮। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ৭৪ রান তোলে থাইল্যান্ড। ২০০৪ সাল থেকে এই নিয়ে মোট ৮ বার মহিলাদের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। ৮ বারই ফাইনালে পৌঁছল ভারত।
টস জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠায় থাইল্যান্ড। শুরুটা ভাল করেছিলেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। ওপেনিং জুটিতে ৪.২ ওভারে ওঠে ৩৮। এরপরই ধাক্কা খায় ভারত। ফানিতা মায়ার বলে আউট হন স্মৃতি মান্ধানা। ১৪ বলে তিনি করেন ১৩। এরপর ভারতকে টেনে নিয়ে যান শেফালি ভার্মা ও জেমিমা রডরিগেজ। ২৮ বলে ৪২ রান করে আউট হন শেফালি। অন্যদিকে ২৬ বলে ২৭ রান করেন জেমিমা। রিচা ঘোষ (২) এদিনও ব্যর্থ। ভারতকে ১৪৮/৬ রানে পৌঁছে দেন অধিনায়ক হরমনপ্রীত কাউর (৩০ বলে ৩৬) ও পূজা বস্ত্রকার (১৩ বলে অপরাজিত ১৭)।
এবারের এশিয়া কাপে গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দিলেও থাইল্যান্ডের কাছে ভারতের এই রান তাড়া করা যথেষ্ঠ কঠিন হবে, বোঝা গিয়েছিল। তার ওপর শুরু থেকেই আঁটোসাঁটো বোলিং করতে থাকেন দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়রা। বিশেষ করে দীপ্তি শর্মা এদিন দুরন্ত বোলিং করেন। থাইল্যান্ডের প্রথম তিনটি উইকেট তিনিই তুলে নেন। তাঁর শিকার নান্নাপাত কোনচারোয়েনকাই (৫), নাথাকান ছানথাম (৪) ও সোমনারিন টিপ্পোচ (৫)। দীপ্তি শর্মার বোলিং বিশ্লেষণ ৪–১–৭–৩। অন্যদিকে ছানিদা সুথিরুয়াংকে (১) ফেরান রেণুকা সিং। ৮ ওভারে ২১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি থাইল্যান্ড। নাটায়া বোচাথাম (২১) কিছুটা লড়াই করেন। দীপ্তির ৩ উইকেট ছাড়াও ২টি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। ১টি করে উইকেট নেন রেনুকা সিং, স্নেহ রানা ও শেফালি ভার্মা।
❤ Support Us