Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৮, ২০২৩

‌কিরঘিজস্তানকে হারিয়ে মহিলা অলিম্পিক ফুটবলে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
‌কিরঘিজস্তানকে হারিয়ে মহিলা অলিম্পিক ফুটবলে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে ভারত

দারুণ ছন্দে ভারতীয় মহিলা ফুটবল দল। চার দিনের ব্যবধানে দ্বিতীয় জয় তুলে নিয়ে ২০২৪ এএফসি মহিলা অলিম্পিক ফুটবলের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করল। প্রথম ম্যাচে কিরঘিজস্তানকে ৫–০ ব্যবধানে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল ৪–০ ব্যবধানে। জোড়া গোল করেন সন্ধ্যা রঙ্গনাথন। বাকি দুটি গোল করেন অঞ্জু তামাং ও রেনু।

ম্যাচের শুরু থেকেই ভারতীয়দের প্রাধান্য ছিল এবং গোল পেতে বেশি দেরি হয়নি। ম্যাচের ১৮ মিনিটে ২ ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের পাশ দিয়ে বল জালে পাঠিয়ে ভারতকে এগিয়ে দেন সন্ধ্যা রঙ্গনাথন। এগিয়ে যাওয়ার পরপরই ধাক্কা খায় ভারত। কিরঘিজস্তান অধিনায়ক আইজান বোরনবেকোভাকে বল ছাড়াই লাথি মেরে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান কার্তিকা আঙ্গামুথু। এরপর ১০ জন হয়ে পড়ে ভারত। তাতেও কিন্তু ভারতের দাপট কমেনি।

কার্তিকা আঙ্গামুথু বেরিয়ে যাওয়ার পর মাঝমাঠ শক্তিশালী করতে আক্রমণভাগের সৌম্য গুগুলোথরকে তুলে সঙ্গীতা বাশফোরকে মাঠে নামান ভারতীয় দলের কোচ টমাস ডেনারবি। ২৪ মিনিটে হাফ ভলিতে ব্যবধান বাড়ান অঞ্জু তামাং। এরপর একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসেও প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি ভারত।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ভারতের আক্রমণ বজায় ছিল। ম্যাচের ৫৬ মিনিটে ইন্দুমাথি কাথিরসান বাঁদিক থেকে উঠে এসে নিচু সেন্টার করেন। হেডে গোল করে যান সন্ধ্যা রঙ্গনাথন। সংখ্যাধিক্যে বেশি থাকলেও কিরঘিজস্তান কিন্তু ভারতের ওপর প্রভাব বিস্তার করতে পারেননি। দ্বিতীয়ার্ধে ডেনারবি বেশ কয়েকটা পরিবর্তন করেন। মাঠে নামান রেনু, মিসেল কাস্তানহা এবং ড্যাঙমেই গ্রেসকে। গ্রেস আসার পর বাঁদিক আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তিনি বেশ কয়েকটা আক্রমণ তৈরি করেন। ম্যাচের ৮৫ মিনিটে ডালিমা জিব্বারের কর্নার থেকে হেডে গোল করে ৪–০ করেন রেনু। এই জয়ের ফলে ভারত এএফসি অলিম্পিক বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!