- এই মুহূর্তে দে । শ
- জুন ১৪, ২০২৪
নারী-পুরুষ আয় সমতার তালিকায় অবনমন। প্রতিবেশী রাষ্ট্রের থেকেও পিছিয়ে ভারত
১২জুন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স প্রকাশ করেছে। সেখান থেকে প্রাপ্ত তথ্য ভারতের পক্ষে খুব একটা আশাব্যঞ্জক নয়। ১৪৬ টি দেশের নিরিখে ভারতের স্থান ১২৯। দু ধাপ পিছিয়ে তারা এই র্যাঙ্কে এসে পৌঁছেছে। আইসল্যান্ড এখনও তাদের শীর্ষ স্থান দখল করে রেখেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের স্থান পঞ্চম।তার আগে রয়েছে বাংলাদেশ (৯৯), নেপাল (১১১), শ্রীলঙ্কা (১২৫), ভুটানের(১২৪)-এর মতো দেশ। এই তালিকায় পাকিস্তান রয়েছে সবার নিচে। সারা বিশ্বের নিরিখে তার স্থান ১৪৫। এই তালিকায় সবার নিচে আছে সুদান। তার স্থান ১৪৬।
বাংলাদেশ, সুদান, ইরান, পাকিস্তান ও মরক্কোর পাশাপাশি অর্থনৈতিক সমতার ক্ষেত্রে সর্বনিম্ন স্তরে রয়েছে ভারত। এই দেশের অর্থনৈতিক সমতা মাত্র ৩৯.৮ শতাংশ। অর্থাৎ ভারতের পুরুষদের তুলনায় মহিলাদের আয় অর্ধেকেরও কম। এই ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ৩১.১ শতাংশ। এই তালিকায় সুদান ৩৩.৭ শতাংশ, ইরান ৩৪.৩ শতাংশ, পাকিস্তান ৩৬ শতাংশ ও মরক্কোতে ৪০.৬ শতাংশ অর্থনৈতিক লিঙ্গ সমতা পরিলক্ষিত হয়েছে।
তবে এই তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে লাইবেরিয়া (৮৭.৪ শতাংশ )ও বৎসোয়ানা(৮৫.৪ ) ।ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই দেশে শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণের হার প্রায় একশো শতাংশ ছুঁই ছুঁই।ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তালিকায় সবচেয়ে ভালো লিঙ্গ সমতা দেখা গিয়েছে আইসল্যান্ডে। তারপরেই জায়গা করে নিয়েছে, ফিনল্যান্ড ও নরওয়ে। ব্রিটিশ যুক্তরাজ্য (১৪), ডেনমার্ক(১৫), দক্ষিণ আফ্রিকা (১৮)-র তুলনায় পিছিয়ে রয়েছে আমেরিকা। (৪৩), ইটালি(৮৭), ইসরাইল(৯১), দক্ষিণ কোরিয়া (৯৪)ও বাংলাদেশে (৯৯)।তবে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ভারতের অবস্থান ভালো । সেক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে রয়েছে।
কবে লিঙ্গ সমতা আসবে? এ প্রশ্নের উত্তরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে যে, বর্তমান ট্রেন্ড অনুযায়ী ২১৫৮ সালে সম্পূর্ণ সমতা আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নারী পুরুষের অর্থনৈতিক সমতা আসতে এখনও সারা বিশ্বকে ১৩৪ বছর অপেক্ষা করতে হবে । ডব্লুইএফ এর তরফে সাদিয়া জহিদি বলেছেন, আমরা সমতার জন্য ২১৫৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারি না। যা সিদ্ধান্ত নেওয়ার এখনই নিতে হবে।
তবে ভারতের ক্ষেত্রে বলা যেতে পারে, রাজনৈতিক দলের নেতারা যতই নারী পুরুষের সমানাধিকার , মহিলাদের সংরক্ষণ প্রভৃতি বিষয়ে অগ্রাধিকার দিন , এই দেশকে এখনও একশো বছর অপেক্ষা করতেই হবে।
❤ Support Us