- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৮, ২০২৩
আমেরিকা থেকে অত্যাধুনিক ৩১টি ড্রোন কেনার জন্য চিঠি পাঠাল ভারত

নরেন্দ্র মোদি-জো বাইডেন বৈঠকের সময়ই কথা হয়েছিল যে আমেরিকা থেকে অত্যাধুনিক ড্রোন কিনবে ভারত। এবার জি-২০-র ঠিক আগেই খবর পাওয়া যাচ্ছে যে আলোচনার পরবর্তী ধাপ চালু হয়েছে, অর্থাৎ আমেরিকার থেকে হাইটেক ড্রোন কিনতে চলেছে ভারত। এর জন্য ইতিমধ্যেই আমেরিকাকে চিঠিও পাঠিয়েছে নয়াদিল্লি। জানা যাচ্ছে,ভারত আমেরিকা থেকে ৩১টি MQ-9B রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট কিনতে ইচ্ছুক, প্রতিরক্ষা শক্তি বারবার জন্যই মূলত এই উদ্যোগ ভারতের। তবে ভারত সরকারের তরফে এই বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।
ভারত সরকারের পক্ষে যে চিঠি পাঠানো হয়েছে তাতে ঠিক কী কী প্রয়োজনীয়তা রয়েছে, কতগুলি ড্রোন এয়ারক্রাফট কিনতে ভারত আগ্রহী সেই সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়েছে। এরপর আমেরিকার তরফ থেকে লেটার অফ অ্যাকসেপটেন্স পাঠানো হবে। তারপর শুরু হবে মধ্যস্থতা এবং ড্রোনে দাম নির্ধারণ। অন্যান্য দেশকে কী শর্ত ও দামে এই আমেরিকা এই ধরণের ড্রোন বিক্রি করে সেটা নিশ্চিত ভাবেই থাকবে পরবর্তী আলাপালোচনায়।
নরেন্দ্র মোদির শেষ মার্কিন সফরের সময় প্রকাশিত ভারত-মার্কিন যৌথ ঘোষণাপত্রে এই ড্রোন কেনার বিষয়টি বিষয়ে প্রস্তাবিত চুক্তির বিষয়টি উল্লেখ করা হয়েছিল। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই চুক্তিতে উভয় দেশের মধ্যে প্রযুক্তির হস্তান্তরের শর্ত রয়েছে। ফলে ভবিষ্যতে ডিআরডিও-র পক্ষে এরকম ড্রোন ভারতে বসেই বানানো অনেক সহজ হয়ে যাবে। আমেরিকার মিলিটারি সেলস প্রোগ্রামের অধীনে ভারত এই ড্রোন কিনবে বলে জানা গেছে।
❤ Support Us