- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৬, ২০২৫
বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে রেকর্ড পদক জয় ভারতের
বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ভারতের ঘরে এল চারটি পদক। এর মধ্যে তিনটি রুপো ও একটা ব্রোঞ্জ। শেষদিনে চারটি পদক জেতার সঙ্গে সঙ্গে মোট ২২টি পদক এল ভারতের ঘরে। যা বিশ্ব প্যারা অয়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের রেকর্ড। মোট ২২টি পদক জিতে পদক তালিকায় দশম স্থানে শেষ করল ভারত।
প্রতিযোগিতার শেষদিনে সকলের নজর ছিল জ্যাভেলার নবদীপ সিংয়ের দিকে। প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের এফ ৪১ জ্যাভলিনে ৪৭.৩২ মিটার ছুঁড়ে সোনা জিতেছিলেন। তবে সোনা জয়ের থেকেও হাস্যকর ও অশ্লীল উদযাপনের জন্য তিনি জনপ্রিয় হয়েছিলেন। রবিবার বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সের শেষদিনে তিনি যখন ট্র্যাকে নামেন, দর্শকরা চিৎকার করে তাঁকে উদ্দীপ্ত করেছিলেন। কিন্তু এবার রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল নবদীপকে। ৪৫.৪৬ মিটার থ্রো করে রুপো জেতেন নবদীপ।
নবদীপ ছাড়াও শেষদিনে ভারতকে পদক এনে দিয়েছেন প্রীতি পাল, সিমরন শর্মা এবং সন্দীপ। মেয়েদের ২০০ মিটার টি১২ ইভেন্টে রুপো জিতেছেন সিমরন। এটা প্রতিযোগিতায় তাঁর দ্বিতীয় পদক। এর আগে শুক্রবার মেয়েডের ১০০ মিটার টি১২ ইভেন্টে সোনা জিতেছিলেন সিমরন। মেয়েদের ১০০ মিটার টি৩৫ ইভেন্টে রুপো জিতেছেন প্রীতি পাল। পুরুষদের ২০০ মিটারে টি৪৪ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সন্দীপ। সময় নিয়েছেন ২৩.৬০ সেকেন্ড। এটাই তাঁর ব্যক্তিগত সেরা সময়।
এবারের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬টি সোনা, ৯টি রুপো ও ৭টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় দশম স্থানে শেষ করেছে ভারত। পদক তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। তাদের ঝুলিতে ৪৪টি পদক। ৫২টি পদক জিতে দ্বিতীয় স্থানে চীন। ইরান ১৬টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
❤ Support Us







