Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৩, ২০২৩

ভারতীয় অনূর্ধ্ব ২০ মহিলা দলে শালবনীর মেয়ে মৌসুমী

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতীয় অনূর্ধ্ব ২০ মহিলা দলে শালবনীর মেয়ে মৌসুমী

শালবনী মানেই একসময় ছিল মাওবাদীদের দৌরাত্ম। এখন পরিস্থিতি বদলেছে। উন্নয়নের হাওয়া লেগেছে পশ্চিম মেদিনীপুরের এই প্রত্যন্ত এলাকায়। শুধু তাই নয় ভারতীয় ফুটবলের মানচিত্রে জায়গা করে নিয়েছে এই শালবনী। আর সেটা সম্ভব হয়েছে এক আদিবাসী মহিলা ফুটবলারের হাত ধরেই। অনূর্ধ্ব ২০ ভারতীয় মহিলা ফুটবল দলে জায়গা পেয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের তিলাখুলা গ্রামের বাসিন্দা মৌসুমী মুর্মু।

এএফসি অনূর্ধ্ব ২০ মহিলাদের ২০২৪ এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ খেলবে ভারত। এই প্রতিযোগিতার জন্য ২৩ সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। সেই দলে জায়গা পেয়েছেন মৌসুমী মুর্মু। ঘোষিত দলে সুযোগ পেয়েছেন:‌ গোলকিপার:‌ মোনালিশা, আশিকা ও অঞ্জলি। ডিফেন্ডার: অস্তম ওরাওঁ, শিল্কি দেবী, লিন্ডা চানু, শুভাঙ্গী সিং, পূর্ণিমা কুমারী, বর্ষিকা এবং সাহেনা টিএইচ। মিডফিল্ডার: মার্টিনা থকচম, কাজল ডিসুজা, বাবিনা দেবী, নিতু লিন্ডা, তানিয়া কান্তি, শৈলজা। ফরোয়ার্ড: লিন্ডা কম, অপূর্ণা নারজারি, সুনিতা মুন্ডা, সুমতি কুমারী, নেহা, মৌসুমী মুর্মু এবং অনিতা কুমারী।

বাছাইপর্বের প্রথম রাউন্ডের খেলা শুরু হবে ৭ মার্চ। ভারতের প্রথম ম্যাচ সিঙ্গাপুররে বিরুদ্ধে। ৯ মার্চ সামনে ইন্দোনেশিয়া। আর ১১ ম্যাচ আয়োজক ভিয়েতনামের বিরুদ্ধে মাঠে নামবে। ভারতের অনূর্ধ্ব ২০ মহিলা দলের প্রধান কোচ মায়মল রকি মনে করেন, তাঁর দল ভিয়েতনামের সামনে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। তিনি বলেন, ‘‌আমরা বাংলাদেশ থেকে ফিরে চেন্নাইয়ে প্রায় তিন সপ্তাহের ক্যাম্প করেছি। মেয়েরা প্রস্তুত। আমরা এখানে কিছু অনুশীলন ম্যাচ খেলেছি। সিনিয়র দল আমাদের প্রস্তুতির ক্ষেত্রে অনেক সাহায্য করেছে।’‌ আক্রমণভাগে মৌসুমী মুর্মুর ওপর ভরসা করেন ভারতীয় দলের কোচ।

শালবনী জাগরনীর হাত ধরে জেলার ফুটবলে উত্থান মৌসুমী মুর্মুর। শালবনী হাইস্কুল থেকে বৃত্তিমূলক বিভাগে দ্বাদশ শ্রেণি পাশ করেছেন। বর্তমানে ইস্টবেঙ্গলের মহিলা দলের হয়ে খেলেন মৌসুমী। সদ্য সমাপ্ত কন্যাশ্রী কাপ ও খেলো ইন্ডিয়া ইউথ গেমসে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন। সেই পারফরমেন্সের সুবাদে মৌসুমী অনুর্ধ্ব ২০ ভারতীয় মহিলা ফুটবল দলে জায়গা করে নিয়েছেন। আগামী ৪ ঠা মার্চ থেকে ১২ মার্চ ভিয়েতনামে অনুষ্ঠিত হতে চলা এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে দেশের হয়ে মাঠ মাতাবেন শালবনীর মেয়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!