- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৫, ২০২৪
কাল হাওড়া ময়দান–ধর্মতলা মেট্রো টানেলের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি
হাওড়া থেকে কলকাতা আসতে অনেক সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। বিষেশ করে অফিস টাইমে। নিত্যযাত্রীদের হয়রানির দিন শেষ হতে চলেছে। বুধবার কলকাতায় ভারতে প্রথম নদীর তলদেশে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। হুগলি নদীর নীচে তৈরি টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মেট্রো টানেলটি হাওড়া ময়দানের সঙ্গে সংযুক্ত করবে ধর্মতলাকে।
ধর্মতলা থেকে এই নতুন প্রকল্পের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী মোদি। আগে শোনা গিয়েছিল ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোতে ভ্রমণ করবেন তিনি। কিন্তু মেট্রো রেলের পক্ষ থেকে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রীর সফর ঘিরে গোটা এলাকা কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছে। ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্প ছাড়াও জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা থেকে মাঝেরহাট অংশ এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ইতিমধ্যে হাওয়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর ভাড়াও জানিয়ে দেওয়া হয়েছে। মাত্র ১০ টাকায় হাওড়া থেকে ধর্মতলা আসা যাবে। যদি কোনও যাত্রী হাওড়া থেকে রুবি যেতে চান, একটা টিকিটেই যেতে পারবেন। সেক্ষেত্রে মেট্রো বদল করতে হবে ধর্মতলা এসে। হাওড়া থেকে দমদমের টিকিট ২৫ টাকা। আবার দক্ষিণেশ্বর, বরানগর ও নোয়াপাড়া পর্যন্ত টিকিটের মূল্য ধার্য হয়েছে ৩৫টাকা। সেন্ট্রাল, চাঁদনি চক, পার্ক স্ট্রিটের ভাড়া ১৫ টাকা। বুধবার উদ্বোধন হলেও কবে থেকে গঙ্গার নীচ দিয়ে যাত্রী পরিষেবা শুরু হবে, সে বিষয়ে এখনও কিছু জানানোও হয়নি।
❤ Support Us