- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৯, ২০২৪
চলতি বছরের শেষদিকে এডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলে টেস্ট খেলবে ভারত
২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার গোলাপি বলে টেস্ট খেলেছিল ভারত। ৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন–রাতের টেস্ট খেলবেন রোহিত শর্মারা। এডিলেডে হতে পারে সেই ম্যাচ। বিশেষ সূত্র থেকে তেমনই জানা গেছে।
চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সূচি এখনও চূড়ান্ত না হলেও জানা গেছে নভেম্বরের শেষ সপ্তাহে সিরিজ শুরু। পার্থে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট হওয়ার কথা এডিলেডে। এডিলেডে দিন–রাতের টেস্ট হওয়ার সম্ভাবনা। ২০২১ সালেও এডিলেডে দিন–রাতের টেস্ট হয়েছিল। সেই টেস্টে শোচনীয় হাল হয়েছিল ভারতের। মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস। ৮ উইকেটে হারতে হয়েছিল ভারতকে। যদিও শেষ পর্যন্ত সিরিজ জিতেই দেশে ফিরেছিল ভারত।
তৃতীয় টেস্ট হবে ব্রিসবেনে। বক্সিং ডে–তে চতুর্থ টেস্ট হবে মেলবোর্নে। আর সিডনিতে হবে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। অস্ট্রেলিয়া কঞরিকেট বোর্ড প্রাথমিকভাবে এইরকম সূচি তৈরি করেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর সরকারিভাবে চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে।
❤ Support Us