Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৪, ২০২২

বাংলাদেশের স্পিনারদের দাপট সামলে প্রথম দিন ভারত তুলল ২৭৮/‌৬

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশের স্পিনারদের দাপট সামলে প্রথম দিন ভারত তুলল ২৭৮/‌৬

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম দুটি ম্যাচে দাপট দেখিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। প্রথম টেস্টেও তাইজুল ইসলাম, মেহেদি হাসানদের দাপটে একসময় বিপর্যয়ে পড়েছিল ভারত। একসময় ১১২ রানে ভারতের ৪ উইকেট তুলে নেওয়ার পর মনে হচ্ছিল দিনটা বাংলাদেশের দিকেই যাবে। কিন্তু চেতেশ্বর পুজারা ও শ্রেয়স আয়ারের হাত ধরে দারুণ প্রত্যাবর্তন ভারতের। এই জুটিই প্রথম দিনের শেষে ভারতকে পৌঁছে দিল ২৭৮/‌৬ রানে। মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া চেতেশ্বর পুজারার। দুবার জীবন পেয়েছে ৮২ রানে ক্রিজে রয়েছেন শ্রেয়স আয়ার।
টস জিতে ব্যাটিং করতে নেমে ভাল শুরু করেছিল ভারত। ষষ্ঠ ওভারেই স্পিনার তাইজুল ইসলামকে আক্রমণে নিয়ে আসেন সাকিব। তাইজুলের হাত ধরেই সাফল্য। ৪১ রানে প্রথম উইকেট হারায় ভারত।  তাইজুলকে প্যাডল সুইপ করতে গিয়ে লেগ স্লিপে ইয়াসির আলির হাতে ক্যাচ দেন শুভমান (‌২০)‌। লোকেশ রাহুলও বড় রান পাননি। খালেদ আমেদের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাট চালিয়ে স্টাম্পে ডেকে আনেন রাহুল (‌২২)‌। ঠিক পরের ওভারেই মূল্যবান উইকেটটা তুলে নেয় বাংলাদেশ। তাইজুলের লেগ স্টাম্পে পড়া ডেলিভারি ব্যাকফুটে খেলতে চেয়েছিলেন কোহলি। বল প্যাডে লাগে। আম্পায়ার মাইকেল গফ এলবিডব্লু দেন। ডিআরএস নেন কোহলি। তবে তাতে লাভ হয়নি। ৫ বলে ১ রান করেই ফিরতে হয় তাঁকে।
ক্রিজে এসেই পাল্টা আক্রমণ করে বাংলাদেশ বোলারদের ছন্দ নষ্ট করে দিতে চেয়েছিলেন ঋষভ পন্থ। আক্রমণের জন্য বেছে নিয়েছিলেন তাইজুলকে। তবে তাঁর সেই ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। লাঞ্চের পর মেহেদি হাসান মিরাজের ভেতরের দিকে ঢুকে আসা বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন ঋষভ। ৪৫ বলে ৪৬ রান করে আউট হন তিনি। ঋষভ পন্থ ফেরার পর চেতেশ্বর পুজারা ও শ্রেয়স আয়ার দলকে টেনে নিয়ে যান। দ্বিতীয় সেশনে এই দুই ভারতীয় ব্যাটারই অবশ্য একবার করে জীবন পান। উইকেটকিপার নুরুল হাসান দুজনেরই একটা করে ক্যাচ ফেলেন। এবাদতের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন চেতেশ্বর পুজারা। ডানদিকে ঝাঁপিয়েও ক্যাচ তালুবন্দী করতে পারেননি নুরুল। পুজারা তখন ব্যাটিং করছিলেন ১২ রানে।
একসময় ১১২ রানে ৪ উইকেট হারায় ভারত। সেখান থেকে চেতেশ্বর পুজারা এবং শ্রেয়স আয়ার মিলে পঞ্চম উইকেটের জুটিতে ১৪৯ রান তুলে বিপর্যয় কাটিয়ে তোলেন। দিনের শেষবেলায় দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান দুই স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ। চেতেশ্বর পুজারাকে ফেরান তাইজুল। ৯০ রান করে তিনি আউট হন। দিনের একেবারে শেষ বলে অক্ষর প্যাটেলকে (‌২৪)‌ তুলে নেন মেহেদি হাসান মিরাজ। ৮৪ রানে ৩ উইকেট নিয়েছেন তাইজুল, ৭১ রানে ২ উইকেট মিরাজের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!