Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৮, ২০২২

ভারতের বিরুদ্ধে ক্রিকেটে দাপট অব্যাহত পাকিস্তানের, এবার জয় মহিলাদের এশিয়া কাপেও

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতের বিরুদ্ধে ক্রিকেটে দাপট অব্যাহত পাকিস্তানের, এবার জয় মহিলাদের এশিয়া কাপেও

পুরুষদের এশিয়া কাপে পাকিস্তানের কাছে গ্রুপ লিগ ও সুপার ফোরের ম্যাচে দু’‌দুবার হারতে হয়েছিল ভারতকে। মহিলাদের এশিয়া কাপেও ছবিটা বদলাল না। পাকিস্তানের কাছে আবার হার ভারতের। শুক্রবার লিগের ম্যাচে টানটান উত্তেজনার ম্যাচে ভারতকে ১৩ রানে হারাল পাকিস্তান। কাজে এল না বাংলার রিচা ঘোষের দুরন্ত লড়াই।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পঞ্চম ওভারে পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন পূজা বস্ত্রকার। সিদ্রা আমিনকে তুলে নিয়ে জুটি ভাঙেন। ১৪ বলে ১১ রান করে আউট হন সিদ্রা। যষ্ঠ ওভারে পাকিস্তানকে জোরালো ধাক্কা দেন দীপ্তি শর্মা। এক বলের ব্যবধানে তুলে নেন মুনিবা আলি (‌১৭ বলে ১৭)‌ এবং ওমাইমা সোহেলকে (‌০)‌।

পাওয়ার প্লে–র ৬ ওভারের মধ্যে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। এরপর দলকে যেনে নিয়ে যান অধিনায়ক বিসমা মারুফ ও নিদা দার। দুজনে মিলে জুটিতে তোলেন ৭৬। ১৬ তম ওভারের চতুর্থ বলে জুটি ভাঙেন রেনুকা সিং। তাংর বলে রাজেশ্বরী গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন বিসমা মাহরুফ (‌৩৫ বলে ৩২)‌। বিসমা আউট হওয়ার পরপরই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন নিদা দার। শেষ পর্যন্ত ৩৭ বলে ৫৬ রান করে তিনি অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তোলে ১৩৭/‌৬। দীপ্তি শর্মা ২৭ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল ভারত। ৩ ওভারের মধ্যো তুলে ফেলে ২৩। এরপরই সাবিনেনি মেঘনাকে হারায় ভারত। ১৪ বলে ১৫ রান করে তিনি নাশরা সান্ধুর বলে আউট হন। জেমিমা রডরিগেজ এদিন নিজেকে মেলে ধরতে পারেননি। ৮ বলে মাত্র ২ রান করে তিনি নিদা দারের বলে তুবা হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ভারতের ওপর চাপ আরও বেড়ে যায় ছন্দে থাকা স্মৃতি মানধানা এদিন বড় রান না পাওয়ায়। ১৯ বলে ১৭ রান করে তিনি নাশরা সান্ধুর বলে আউট হন। এরপর পূজা বস্ত্রকার (‌৫)‌, ডায়ালান হেমলতার (‌২০) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। দীপ্তি শর্মা (‌১১ বলে ১৬)‌ আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করেও সফল হননি। অধিনায়ক হরমনপ্রীত কাউর (‌১২ বলে ১২)‌‌ ও রাধা যাদবের (‌৩)‌ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় ভারত।

জয়ের জন্য শেষ ৩ ওভারে ভারতের দরকার ছিল ৪৩ রান। হাতে ৩ উইকেট। কাজটা যথেষ্ট কঠিন ছিল ভারতের কাছে। ব্যাট করতে নেমে নাশরা সান্ধুর ১৮ তম ওভারে পরপর দুটি ছক্কা হাঁকান। পরের ওভারে সাদিয়া ইকবালের প্রথম বলে আবার ছক্কা। পরের বলে চার। মনে হচ্ছিল জয় বুঝি সময়ের অপেক্ষা। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না রিচা। সাইদা ইকবালের তৃতীয় বল স্লগ সুইপ করতে গিয়ে লং অন বাউন্ডারিতে আলিয়া রিয়াজের হাতে ক্যাচ। জয়ের স্বপ্ন তখনই শেষ। রাজেশ্বরী গায়কোয়াড়, রেনুকা সিংদের পক্ষে সম্ভব হয়নি দলকে জয় এনে দেওয়ার। পাকিস্তানের ১৩৭/‌৬ রানের জবাবে ১২৪ রানে শেষ ভারত। ১৩ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!