- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১২, ২০২৩
২০২৪ টি২০ বিশ্বকাপের জন্য ভারতের প্রস্তুতিতে আজও ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি
২০২৪ টি২০ বিশ্বকাপের জন্য এই সিরিজটা দুই দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। অথচ ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টি। বৃষ্টির জন্য ডারবানে সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল। আজ কেবেরহায় সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে দুই দল। আজও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুপুর থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি থামলেও খেলা শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, কেবেরহায় জল নিষ্কাশনী ব্যবস্থা খুব একটা ভাল নয়।
টি২০ বিশ্বকাপের আগে দুই দলি মাত্র ৫টি করে টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ২টি ম্যাচ বাকি। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ৩টি ম্যাচ খেলবে ভারতীয় দল। এই ৫ ম্যাচেই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বিশ্বকাপের দল তৈরি করে নিতে হবে। ১৭ সদস্যের দল নিয় দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে ভারত। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা ছিল এই সিরিজে সব ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া। আপাতত সেই পরিকল্পনা ধাক্কা খেতে চলেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলিরা না থাকায় যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াণ, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মার মতো তরুণ ক্রিকেটারদের দেখে নিতে পেরেছিল টিম ম্যানেজমেন্ট। টি২০ বিশ্বকাপে ওপেনিংয়ে শুভমান গিল নিশ্চিত। রোহিত শর্মা খেললে যশস্বী ও ঋতুরাজের মধ্যে একজন সুযোগ পাবেন। তবে যশস্বী এগিয়ে রয়েছেন। আর রোহিত, কোহলিরা না খেললে দুজনই সুযোগ পাবেন। শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদবদের জায়গা পাকা। রিঙ্কু সিংও নিশ্চিত। লড়াইয়ে রয়েছেন জিতেশ শর্মাও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে আরও সুযোগের অপেক্ষায় জিতেশ।
স্পিনারের জায়গায় লড়াই কুলদীপ যাদব ও রবি বিষ্ণোইয়ের মধ্যে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে দুরন্ত বোলিং করে কুলদীপকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন বিষ্ণোই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কুলদীপকে সুযোগ দেওয়া হতে পারে। মুকেশ কুমার কিংবা অর্শদীপ সিংয়ের জায়গায় দীপক চাহারকেও খেলানো হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে বৃষ্টির ওপর।
❤ Support Us