- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ১, ২০২৪
ঝুলন গোস্বামীর রেকর্ড স্পর্শ স্নেহ রানার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ উইকেটে জয় ভারতের

শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পুরুষদের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে ভারত। মহিলাদের ক্রিকেটেও দক্ষিণ আফ্রিকার ওপর দাপট অব্যাহত ভারতের। প্রোটিয়াদের বিরুদ্ধে একমাত্র টেস্টে ১০ উইকেটে জয় হরমনপ্রীত কাউরদের। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নিয়ে ঝুলন গোস্বামীর রেকর্ড স্পর্শ হরমনপ্রীত কাউরের।
শেফালী ভার্মা, স্মৃতি মান্ধানাদের দাপটে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছিল ভারত। ৬ উইকেটে ৬০৩ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে। ভাল জবাব দিতে শুরু করেও প্রথম ইনিংসে মাত্র ২৬৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ফলোঅন করায় ভারত। ৩৩৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ধাক্কা খেয়েও ভাল লড়াই করছিল। তৃতীয় দিনের শেষে প্রোটিয়াদের রান ছিল ২ উইকেটে ২৩২ রান। ইনিংস হার এড়াতে ১০৫ রান দরকার ছিল।
এদিন প্রথম আউট হন মারিজানে কাপ (৩১)। তাঁকে ফেরান দীপ্তি শর্মা। এরপর ডেলমি টাকেরকে (০) তুলে নেন স্নেহ রানা। দলের ২৮১ রানের মাথায় আউট হন লৌরা উলভার্ট। হরমনপ্রীত কাউরের বলে তিনি বোল্ড হন। শেষ পর্যন্ত ৩৭৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৬১ রান করেন নাদিনে ডিক্লের্ক। দ্বিতীয় ইনিংসে ১১১ রানে ২ উইকেট নেন স্নেহ রানা। ২টি করে উইকেট নেন স্নেহ রানা ও রাজেশ্বরী গায়কোয়াড়। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭। শুভা সতীশ (অপরাজিত ১৩) এবং শেফালী ভার্মা (অপরাজিত ২৪) ভারতকে জয় এনে দেন।
এদিন ২ উইকেট তুলে নিয়ে ঝুলন গোস্বামীর কৃতিত্ব স্পর্শ করলেন স্নেহ রানা। দুই ইনিংস মিলিয়ে তুলে নিলেন ১০ উইকেট। প্রথম ইনিংসে ৭৭ রানে পেয়েছিলেন ৮ উইকেট। ম্যাচে ১৮৮ রানে ১০ উইকেট। ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ উইকেট তুলে নিয়েছিলেন ঝুলন।
❤ Support Us