- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৭, ২০২৩
প্রথম ওভারেই ২ উইকেট, তবু প্রথম টি২০ ম্যাচে ইংল্যান্ডের কাছে হার ভারতীয় মহিলা দলের
পরপর ২ বলে ২ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে প্রথম ওভারেই চরম ধাক্কা দিয়েছিলেন রেণুকা সিং ঠাকুর। ওয়াট ও স্কিভার-ব্রান্টের হাত ধরে শুরুর ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন। ভারতীয় মহিলা দলকে প্রথম ম্যাচে ৩৮ রানে হারিয়ে টি২০ সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। দেশের হয়ে অভিষেক ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি বাংলার সাইকা ইশাক।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। প্রথম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ডাঙ্কলে (১) ও এলিস ক্যাপসেকে (০) তুলে নেন চোট সরিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা রেণুকা সিং। এরপর ভারতীয় বোলারদের আর সুযোগ দেননি ওয়াট ও স্কিভার-ব্রান্ট। পাল্টা আক্রমণ শানিয়ে পুজা বস্ত্রকার, সাইকা ইশাক, দীপ্তি শর্মাদের ছন্দ নষ্ট করে দেন। দুজনের জুটিতে ওঠে ১৩৮ রান। এই জুটিই ইংল্যান্ডের বড় রানের ভিত গড়ে দেয়। ১৬ তম ওভারে জুটি ভাঙেন সাইকা ইশাক। তুলে নেন ওয়াটকে। ৪৭ বলে ৭৫ রান করে আউট হন ওয়াট। তিনিই সাইকার প্রথম আন্তর্জাতিক উইকেট। স্কিভার-ব্রান্টকে ফেরান রেণুকা। ৫৩ বলে ৭৭ রান করেন স্কিভার-ব্রান্ট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান করে ইংল্যান্ড। ২৭ রানে ৩ উইকেট নেন রেণুকা। ৪৪ রানে শ্রেয়াঙ্কা পাতিল। ৩৮ রানে ১ উইকেট সাইকা ইশাকের।
জয়ের জন্য ১৯৮ রানের লক্ষ্য যথেষ্ট কঠিন ছিল ভারতের সামনে। জিততে গেলে শুরুটা ভাল হওয়া জরুরি ছিল। কিন্তু তৃতীয় ওভারেই স্মৃতি মান্ধানা (৬) আউট হন। তাঁকে ফেরান স্কিভার-ব্রান্ট। জেমিমা রডরিগেজও (৪) ব্যর্থ। শেফালি ভার্মা ৪২ বলে ৫২) ও অধিনায়ক হরমনপ্রীত কাউর (২১ বলে ২৬)। যদিও তাঁদের লড়াই যথেষ্ট ছিল না। দুজনকেই ফেরান একলেস্টোন। রিচা ঘোষ (১৬ বলে ২১), কণিকা আহুজাদের (১২ বলে ১৫) দৌলতে ২০ ওভারে শেষ পর্যন্ত ১৫৯/৬ রানে পৌঁছয় ভারত। দুরন্ত বোলিং করে ১৫ রানে ৩ উইকেট নেন সোফিয়া একলেস্টোন।
❤ Support Us