- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২৫, ২০২৪
অসন্তোষে পদত্যাগ জাতীয় মহিলা হকি দলের কোচ শোপম্যানের
হকি ইন্ডিয়ার বিরুদ্ধে তীব্র অসন্তোষ। ভারতের মহিলা হকি দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জানেকে শোপম্যান। ২০২১ সালে তিনি সোয়ার্ড মারিনের জায়গায় ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। প্যারিস অলিম্পিক পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল।
কয়েকদিন আগেই হকি ইন্ডিয়ার কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিলেন জানেকে শোপম্যান। তাঁর অভিযোগ ছিল, হকি ইন্ডিয়া তাঁকে প্রাপ্য সম্মান দিচ্ছে না। এমনকী, তাঁর সঠিক মূল্যায়নও হচ্ছে না। হকি ইন্ডিয়ার বিরুদ্ধে তাঁর ক্ষোভ প্রকাশের বহর দেখেই মনে হচ্ছি, বেশিদিন হয়তো দায়িত্বে থাকবেন না। সেই জল্পনাই সত্যি হয়ে দাঁড়াল। হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন শোপম্যান। ওডিশায় অনুষ্ঠিত মহিলা হকি প্রো লিগে ভারতের ঘরের পর্বের খেলা শেষ হতেই সরে দাঁড়ালেন এই ডাচ কোচ।
সোয়ার্ড মারিনের কোচিংয়ে ২০২১ টোকিও অলিম্পিকে দুর্দান্ত পারফরমেন্স করেছিল ভারতীয় মহিলা হকি দল। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। মারিন সরে যাওয়ার পর জানেকে শোপম্যান দায়িত্ব নেন। তিনি দলকে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র এনে দিতে পারেননি। প্যারিস অলিম্পিক পর্যন্ত অবধি চুক্তি ছিল শোপম্যানের। তার আগেই সরে দাঁড়ালেন। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে হতাশাজনক পারফরমেন্সের জন্য ভারতীয় মহিলা দলের কোচ পদত্যাক করেছেন। নতুন কোচ শীঘ্রই নিয়োগ করা হবে। যিনি ২০২৬ মহিলাদের হকি বিশ্বকাপের জন্য দলকে তৈরি করতে পারবেন।’
❤ Support Us