শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। এক সপ্তাহ পরেই শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতিটা ভারতের কাছে খুব একটা ভাল হল না। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল ভারতীয় মহিলা দলকে। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেও হার হরমনপ্রীত কাউরদের। এবার অস্ট্রেলিয়ার কাছে হারতে হল ৪৪ রানে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। শিখা পান্ডের দাপটে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অসিরা। ৪ ওভারের মধ্যে ১০ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মেঘ ল্যানিং (০) এবং তাহলিয়া ম্যাকগ্রাথকে (২) তুলে নেন শিখা পান্ডে। এলিসা পেরির (১) রান আউট আরও চাপে ফেলে দেয় অস্ট্রেলিয়াকে। এরপর বেথ মুনি (২৮) ও অ্যাসলে গার্নার (২২) দলকে চাপ থেকে থেকে বার করে নিয়ে আসেন। অ্যাসলে গার্নারকে তুলে নিয়ে পূজা বস্ত্রকার জুটি ভাঙতেই আবার ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। জর্জিয়া ওয়ারেহাম (অপরাজিত ৩২) ও জেস জোনাসেন (অপরাজিত ২২) শেষ পর্যন্ত দলকে ১২৮/৮ রানে পৌঁছে দেন। ভারতের হয়ে শিখা পান্ডে, রাধা যাদব এবং পূজা বস্ত্রকার ২টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে ভারতও শুরুতেই বিপর্যয় পড়ে। প্রথম ওভারের আউট হন জেমাইমা রডরিগেজ (০)। দ্বিতীয় ওভারে শেফালি ভার্মা (২) ও স্মৃতি মান্ধানাকে (০) তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেন ডারসি ব্রাউন। চতুর্থ ওভারে রিচা ঘোষকেও (৫) তুলে নেন। তাঁর দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার। শেষ পর্যন্ত ১৫ ওভারে ৮৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন দীপ্তি শর্মা। ২২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন তিনি। হারলিন দেওল করেন ১২। দুরন্ত বোলিং করে ১৭ রানে ৪ উইকেট তুলে নেন ডারসি ব্রাউন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34