Advertisement
  • বি। দে । শ
  • মার্চ ৫, ২০২৪

ইজরায়েলে ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ১ ভারতীয়, আহত ২

আরম্ভ ওয়েব ডেস্ক
ইজরায়েলে ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ১ ভারতীয়, আহত ২

সোমবার ইজরায়েলের উত্তর সীমান্তে মার্গালিওটের কাছে ক্ষেপনাস্ত্র হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। তিনজনই কেরালার বাসিন্দা। লেবানন থেকে ছোঁড়া ক্ষেপনাস্ত্র সকাল ১১টা নাগাদ ইজরায়েলের উত্তরে গ্যালিলি অঞ্চলে মোশাভ মার্গালিওটের একটা বাগানে আঘাত হানে। লেবাননের শিয়া হিজবুল্লাহ গোষ্ঠী এই ক্ষেপাস্ত্র হামলা চালিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
মৃত ব্যক্তির নাম পাটনিবিন ম্যাক্সওয়েল। তিনি কেরালার কোল্লাম জেলা থেকে মার্গালিওটে কাজ করতে গিয়েছিলেন। ক্ষেপনাস্ত্র হামলার সময় তিনি বাগানে কাজ করছিলেন। আহত অবস্থায় তাঁকে ও আরও দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিভ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ম্যাক্সওয়েলকে মৃত বলে ঘোষণা করেন। বুশ জোসেফ জর্জ এবং পল মেলভিন নামে আরও যে দুজন আহত হয়েছেন তাঁদের চিকিৎসা চলছে।
মুখে ও শরীরে আঘাতের পর জর্জকে পেটাহ টিকভাতে বেইলিনসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর শরীরে অস্ত্রোপচার হয়েছে। আপাতত তিনি সুস্থ রয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেলভিন সামান্য আহত হয়েছিলেন এবং তিনি জিভ হাসপাতালে ভর্তি রয়েছেন। মেলভিন কেরালার ইদুক্কি জেলার বাসিন্দা।
গাজা উপত্যকায় ইজরায়েলের হামলার বিরুদ্ধে গতবছর ৪ অক্টোবর থেকে হামাসের সমর্থনে প্রায় প্রতিদিনই উত্তর ইজরায়েলে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করছে শিয়া হিজবুল্লাহ গোষ্ঠী। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গোলাবর্ষণ করে জবাব দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!