Advertisement
  • টে | ক | স | ই
  • জুন ২২, ২০২২

শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের বিনামূল্যে সাহায্য করবে, ক্লাস রুট অ্যাপ ।

আরম্ভ ওয়েব ডেস্ক
শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের বিনামূল্যে সাহায্য করবে, ক্লাস রুট অ্যাপ ।

যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয় আর আইআইটির প্রাক্তন ছাত্ররা ক্লাসরুম ইনোভেশন ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড ইনস্টিটিউটের অধীনে ‘ক্লাস রুট’ নামে একটি অ্যাপ তৈরি করেছে যার মাধ্যমে সমস্ত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও শিক্ষা ক্ষেত্রে সাহায্য পাবে। অ্যাপটি চলতি বছরে মার্চের শেষের দিকে চালু হয়েছে কলকাতা প্রেস ক্লাবে । অ্যাপটির বিশেষত্ব হল নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কোনো রকম খরচ ছাড়াই এই অ্যাপটি ব্যবহার করে অনেক কিছু শিখতে পারবে।শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে ক্লাস রুট ফ্রি লার্নিং অ্যাপটিকে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ডিজাইন করা হয়েছে।

সহযোগী কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী কৃষ্টি দাস। মোটা মাইনের কর্পোরেট চাকরি ছেড়ে কৃষ্টির এই কর্মযজ্ঞে সামিল হওয়ার পেছনে যে একটা ইতিবাচক আবেগ ও সামাজিক দায়বদ্ধতা আছে সেটা তাঁর চোখেমুখে স্পষ্টতই ফুটে ওঠে।

ক্লাস রুটের প্রতিষ্ঠাতা ও সিই অভিষেক বিশ্বাসের কথায়– ‘সোশ্যাল মিডিয়াকে যদি বিনোদনের জন্য ব্যবহার করা যায়, তাহলে শেখার জন্য ব্যবহার করা যাবে না কেন? কোনো বৈষম্য ছাড়াই এই অ্যাপে সব শিক্ষার্থী সমান শিক্ষা পেতে পারে। বিভিন্ন মাধ্যমের শিক্ষার্থীরা এই অ্যাপটি ব্যবহার করতে পারবে কারণ কোর্সটি হিন্দি, বাংলা এবং ইংরেজি তিনটি ভাষাতেই পাওয়া যাবে।

এই অ্যাপটিতে বাংলায় বিভিন্ন মডিউল পাওয়া যাবে যেমন মিটিং খানা, এক সাথী পড়ি, উপস্থাপনা পর্ব, কথোপকথন ইত্যাদি। ক্লাস রুট অ্যাপের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের ১০ লক্ষ উচ্চ মাধ্যমিক ছাত্রদের তাদের পড়াশোনায় সাহায্য করা এবং এর জন্য সেই ছাত্রদের কোন পরিমাণ খরচ ভার না দেওয়া । এটি বিশেষ লক্ষণীয় যে পশ্চিমবঙ্গের নবম থেকে দ্বাদশ  শ্রেণির শিক্ষার্থীরা এখন ক্লাস রুট অ্যাপের মাধ্যমে শিক্ষা পেতে সক্ষম হবে যার জন্য তাদের মোটেও ব্যয় করতে হবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!