- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৬, ২০২৩
ডোপ পরীক্ষা এড়িয়ে নির্বাসনের কবলে হিমা দাস

একের পর এক নাডার কোপে পড়ছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে মাসখানের আগে নির্বাসনের কবলে পড়েছেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ। এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদকজয়ী কুস্তিগীর সিমা বিসলা ডোপ পরীক্ষা এড়িয়ে যাওয়ায় এক বছরের জন্য নির্বাসিত হয়েছেন। ভিনেশ ফোগাটও নাডার নোটিশ পেয়েছেন। এবার দেশের তারকা স্প্রিন্টার হিমা দাসকে নির্বাসনে পাঠাল জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা। গত এক বছরে তিনবার ডোপ পরীক্ষায় হাজির না হওয়ায় তাঁর এউ শাস্তি।
দীর্ঘদিন ধরেই চোট সমস্যায় ভুগছেন আসামের ২৩ বছর বয়সী এই দৌড়বিদ। চোটের জন্য এশিয়ান গেমসের দলেও জায়গা পাননি। তার মধ্যেই শাস্তির খাঁড়া নেমে এল হিমা দাসের ওপর। ইতিমধ্যেই জাতীয় শিবির থেকে চলে গিয়েছেন হিমা। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে সর্বাধিক দু’বছর নির্বাসন হতে পারে। অপরাধের মাত্রা বিচার করে এবং ডোপ পরীক্ষায় হাজির না হওয়ার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারলে শাস্তি একবছরে নামতে পারে।
রেজিস্টার্ড টেস্টিং পুলে থাকা অ্যাথলিটরা কোথায় অনুশীলন করছেন, কোথায় রাত্রিযাপন করছেন বা অন্যান্য যে সব কাজকর্ম করছেন, সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে হয়। ডোপ পরীক্ষার জন্য প্রতিদিন ১ ঘন্টার ফাঁকা সময় রাখতে হয়। এইসব তথ্য হিমা দাস গত এক বছরে ৩ বার নাডাকে দেননি। এমনকি, ডোপ পরীক্ষা এড়িয়েছেন। তিন–তিনবার তিনি কেন ডোপ পরীক্ষা এড়িয়ে গেলেন, তা নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে।
গত কয়েক বছর ধরে পিঠের চোট ভোগাচ্ছে হিমা দাসকে। এপ্রিলে হ্যামস্ট্রিংয়েও চোট পান। চোটের কারণে মে মাসে রাঁচিতে ফেডারেশন কাপে নামতে পারননি। জুনে ভুবনেশ্বরে আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে পারেননি হিমা দাস। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ৪০০ মিটারে রুপো জিতেছিলেন হিমা দাস। মহিলাদের ৪ x ৪০০ মিটার রিলে এবং ৪ x ৪০০ মিটার মিক্সড রিলেতে সোনা ও রুপোজয়ী দলেরও সদস্য ছিলেন।
❤ Support Us