- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৫, ২০২৩
আইসিসি–র ২০২২ সালের বর্ষসেরা টেস্ট দলে ভারত থেকে একমাত্র ঋষভ পন্থ

টেস্ট ক্রিকেটে সত্যিই কী বেহাল দশা ভারতের। বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটাররা আইসিসি–র ২০২২ সালের বর্ষসেরা টেস্ট দলে জায়গা পাননি! সত্যিই ভাবতে অবাক লাগে। মঙ্গলবার আইসিসি–র ২০২২ সালের বর্ষসেরা টেস্ট দল বেছে নেওয়া হয়েছে। ভারত থেকে একমাত্র সুযোগ পেয়েছেন উইকেটকিপার–ব্যাটার ঋষভ পন্থ।
Rewarded for consistent performances 🙌
Here are the XI players who make it to the ICC Men’s Test Team of the Year 2022 📝
More 👉 https://t.co/LNg14SOdZI#ICCAwards pic.twitter.com/5lnLswUdgQ
— ICC (@ICC) January 24, 2023
২০২২ সালে টেস্ট ক্রিকেটট দারুণ কেটেছিল ঋষভের। ১২ ইনিংসে রান করেছিলেন ৬৮০, গড় ৬১.৮১। স্ট্রাইক রেট ৯০.৯০। দু–দুটি শতরানের ইনিংস খেলেছিলেন। এছাড়া তাঁর ঝুলিতে চারটি অর্ধশতরানের ইনিংস। ঋষভের আগ্রাসী ব্যাটিং বেশ কয়েকটা টেস্টে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ভারতকে জয়ও এনে দিয়েছিল। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও দুর্দান্ত কৃতিত্ব দেখিয়েছিলেন ঋষভ। ২৩টি ক্যাচ ধরার পাশাপাশি ৬টি স্টাম্পও করেছিলেন।
আইসিসি–র বর্ষসেরা টেস্ট দলে সবথেকে বেশি সংখ্যক ক্রিকেটার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। রয়েছেন চারজন ক্রিকেটার। এরা হলেন উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, প্যাট কামিন্স ও নাথান লিয়ন। ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন তিনজন ক্রিকেটার, এরা হলেন জনি বেয়ারস্টো, বেন স্টোকস এবং জেমস অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকা থেকে একমাত্র রয়েছেন কাগিসো রাবাদা। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান থেকেও সুযোগ পেয়েছেন একজন করে ক্রিকেটার। এরা হলেন ক্রেগ ব্রেথওয়েট ও বাবর আজম। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক ব্রেন স্টক্সকে আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।
একনজরে ঘোষিত আইসিসি বর্ষসেরা টেস্ট দল: উসমান খাওয়াজা, ক্রেগ ব্রেথওয়েট, মার্নাস লাবুশানে, বাবর আজম, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেচকিপার), প্যাট কামিন্স, কাগিসো রাবাডা, নাথান লিয়ন ও জেমস অ্যান্ডারসন।
❤ Support Us