Advertisement
  • দে । শ ভা | ই | রা | ল
  • আগস্ট ২৮, ২০২৩

চাঁদকে ‘‌হিন্দু রাষ্ট্র’‌ ঘোষণার উদ্ভট দাবি কুখ্যাত স্বামী চক্রপাণি মহারাজের

আরম্ভ ওয়েব ডেস্ক
চাঁদকে ‘‌হিন্দু রাষ্ট্র’‌ ঘোষণার উদ্ভট দাবি কুখ্যাত স্বামী চক্রপাণি মহারাজের

বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ। আবার বিচিত্র মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। চাঁদকে ‘‌হিন্দু রাষ্ট্র’‌ হিসাবে ঘোষণা করার দাবি জানিয়েছেন স্বামী চক্রপাণি মহারাজ। এবং চন্দ্রযান ৩ মহাকাশযানের অবতরণ স্থানটিকে এর রাজধানী হিসাবে ঘোষণার দাবিও করেছেন।

গত সপ্তাহে চাঁদের দক্ষিণ মেরুতে ইসরোর চন্দ্রযান ৩–এর ঐতিহাসিক অবতরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ল্যান্ডারটি যে জায়গা স্পর্শ করেছে সেটি ‘‌শিব শক্তি পয়েন্ট’‌ নামে পরিচিত হবে। এরপরই সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ অন্যান্য ধর্মের আগে চাঁদের মালিকানা জাহির করার জন্য ভারত সরকারকে আহ্বান জানান এবং সংসদে এই বিষয়ে একটি প্রস্তাব পাস করার দাবিও জানান।
সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও শেয়ার করে স্বামী চক্রপানি মহারাজ বলেছেন, ‘‌ভারত সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যাতে কোনও সন্ত্রাসী সেখানে পৌঁছতে না পারে। চাঁদকে হিন্দু সনাতন রাষ্ট্র ঘোষণা করা উচিত। এই ব্যাপারে সংসদে একটা প্রস্তাব পাস করতে হবে। চন্দ্রযান ৩–এর অবতরণ স্থানটিকে এর রাজধানী ‘‌‘‌শিব শক্তি পয়েন্ট’‌’‌ হিসাবে গড়ে তুলতে হবে, যাতে কোনও জিহাদি মানসিকতার সন্ত্রাসী সেখানে পৌঁছতে না পারে।’‌
স্বামী চক্রপাণি মহারাজ বিচিত্র মন্তব্যের জন্য কুখ্যাত৷ ২০২০ সালে গোটা দেশ যখন করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছিল, সেই সময় তিনি দিল্লিতে একটা ‘‌গৌমূত্র পার্টি’‌ আয়োজন করেছিলেন, যেখানে তিনি এবং তাঁর সহযোগী সর্বভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা করোনা থেকে রক্ষা পেতে গোমূত্র পান করেছিলেন। সেই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘‌করোনা ভাইরাস এসেছে মানুষদের কারণে, যারা প্রাণীকে হত্যা করে এবং খায়। আপনি যখন একটা প্রাণীকে হত্যা করেন, তখন এটি এক ধরণের শক্তি তৈরি করে যা সেই জায়গায় ধ্বংসের কারণ হয়। বৈশ্বিক নেতাদের ভারত থেকে আমদানি করা গোমূত্র খাওয়া উচিত। কারণ সর্বশক্তিমান শুধুমাত্র ভারতীয় গরুতে বাস করেন, কোন বিদেশী জাতের মধ্যে নয়।’‌ ২০১৮ সালে কেরালায় বিধ্বংসী বন্যার সময় স্বামী চক্রপানি বলেছিলেন, রাজ্যে যারা গরুর মাংস খায় তাদের কোনও সাহায্য পাওয়া উচিত নয়। এই বছরের শুরুর দিকে, তিনি হিন্দু ধর্মের অবমাননা করে এমন বলিউড ফিল্ম, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও ইত্যাদি বিষয়বস্তু নিরীক্ষণের জন্য একটা ‘‌ধর্ম সেন্সর বোর্ড’‌ গঠন করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!