- দে । শ
- জুলাই ৬, ২০২৪
বেআইনি পার্কিং রুখতে পুলিশি তৎপরতা কাটোয়ায়

কাটোয়া মহকুমা আদালত চত্বর যানবাহন মুক্ত করার কর্মসূচি শুরু ট্রাফিক পুলিশের। আদালত চত্বরে ৪ চাকা গাড়ি, মোটরবাইকের চাপে সুষ্ঠুভাবে চলাফেরা করাই দায়। যা অবস্থা, বিচারক, আদালতে সরকারি কাজে আসা ব্যক্তি, পুলিশ, সাংবাদিক ও আইনজীবীদের ৪ চাকা গাড়ি বা মোটরবাইক রাখার জায়গা মেলে না। এমনকী কোর্ট লকআপ বা জিআরও কার্যালয় থেকে আদালতের বিভিন্ন এজলাসে আইনজীবীদের যাতায়াত করতে কাটোয়া হিমশিম খেতে হচ্ছে।
অভিযোগ, শহরে অন্যান্য কাজে আসা ব্যক্তিরা তাদের চারচাকা গাড়ি ও মোটরবাইক আদালত চত্বরে রেখে নিজেদের কাজে চলে যান। কাটোয়া থানার ট্রাফিক পুলিশের আধিকারিক স্নেহাশিস চৌধুরির নেতৃত্বে আদালত চত্বর যানজট মুক্ত করা হল। স্নেহাশিসবাবু জানান, ‘বিচারক, আইনজীবী, পুলিশ, সরকারি কর্মী, সংবাদমাধ্যমের কর্মী, ল’ক্লার্ক ছাড়া কেউ আদালত চত্বরে গাড়ি রাখলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
❤ Support Us