- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৯, ২০২৪
এবার চোটের কবলে শ্রেয়স আয়ার, সিরিজের বাকি টেস্টে অনিশ্চিত
চোট–আঘাত যেন কিছুতেই পেছন ছাড়ছে না ভারতীয় শিবিরের। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন মহম্মদ সামি। বিশ্বকাপের মাঝপথে চোট পেয়ে মাঠের বাইরে হার্দিক পান্ডিয়া। সিরিজের প্রথম টেস্টে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। চোটের তালিকা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। চোটের জন্য এবার তৃতীয় টেস্ট থেকে ছিটকে যেতে চলেছেন শ্রেয়স আয়ার।
বিশাখাপত্তনমে ব্যাটিং করার সময় পিয়ে ব্যাথা অনুভব করছিলেন শ্রেয়স। দীর্ঘক্ষণ ব্যাটিং করতে সমস্যা হচ্ছে। ৩০ বল খেলার পরি পিঠে ব্যাথা শুরু হচ্ছে। এছাড়া কুঁচকিতেও যন্ত্রণা রয়েছে। পা বাড়িয়ে ডিফেন্স করতে গিয়ে সমস্যা হচ্ছে। রাজকোট টেস্টে শ্রেয়সের খেলার ব্যাপারে চরম অনিশ্চয়তা রয়েছে। শুধু রাজকোট টেস্ট থেকেই নয়, বাকি সিরিজ থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে শ্রেয়সের। টিম ম্যানেজমেন্টও সেটা আঁচ করেছে। তাই শ্রেয়সের ক্রিকেটীয় সরঞ্জাম বিশাখাপত্তনম থেকে রাজকোট না পাঠিয়ে মুম্বই পাঠানো হয়েছে। শ্রেয়সকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হতে পারে।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে শ্রেয়সের ফিটনেস সংক্রান্ত যাবতীয় রিপোর্ট ভারতীয় ক্রিকেট বোর্ডের দপ্তরে পৌঁছে গেছে। গত বছর পিঠে অস্ত্রোপচার হয়েছিল শ্রেয়স আয়ারের। আইপিএলে খেলতে পারেননি। এবারও ঠিক আইপিএলের আগে আবার পিঠের চোট সমস্যায় কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। তবে শ্রেয়সের আশা, তিনি দ্রুত ফিট হয়ে উঠবেন।
এমনিতেই ফর্মে নেই ভারতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটার। তাঁর জায়গায় নির্বাচকরা এখন কাকে সুযোগ দেয় এখন সেটাই দেখার। চোটের জন্য আগের টেস্টে খেলতে পারেননি লোকেশ রাহুল। রাজকোটে তিনি দলে ফিরছেন। আগের টেস্টে রজত পতিদারের অভিষেক হয়েছে। অভিষেক টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি পতিদার। এখন দেখার রাজকোটে সরফরাজ খানের টেস্ট অভিষেক হয় কিনা।
❤ Support Us