- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৩, ২০২৩
রিটার্নিং অফিসার নিয়োগ, কুস্তি সংস্থার নির্বাচন হতে পারে ৪ জুলাই

আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হতে পারে ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন। এমনই জানা গেছে। নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনের অ্যাডহক কমিটি। নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার হিসেবে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মহেশ মিত্তল কুমারকে নিযুক্ত করা হয়েছে। তিনিই কুস্তি সংস্থার বিশেষ সাধারণ সভা পরিচালনা করবেন।
সূত্র থেকে জানা গেছে, প্রাক্তন প্রধান বিচারপতি মিত্তল কুমার বিশেষ সাধারণ সভা ও নির্বাচনের তারিখের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। ৪ জুলাই না, কয়েকদিন পরে নির্বাচন হবে তা তাঁর ওপর নির্ভর করবে। ভারতীয় অলিম্পিক সংস্থা ২৭ এপ্রিল ক্রীড়া মন্ত্রকের নির্দেশে তিন সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছিল এবং ফেডারেশনের প্রতিদিনের কার্যক্রম পরিচালনার জন্য দুই সদস্যর নাম ঘোষণা করেছিল।
ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। চলতি বছরের মার্চে তাঁর তৃতীয় দফার মেয়াদ শেষ হয়েছে। ভারতীয় কুস্তি সংস্থা ৭ মে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সেই নির্বাচন স্থগিত করে দেয়। এবং কুস্তি সংস্থার দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করার জন্য এবং ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য দুই সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছিল। কিছুদিন আগে বিশ্ব কুস্তি সংস্থা ৪৫ দিনের মধ্যে নির্বাচন করার জন্য সতর্কবার্তা দিয়েছিল।
❤ Support Us