Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৯, ২০২৩

কোহলির দুরন্ত সেঞ্চুরিতে প্লে অফের পথে আরও এগিয়ে গেল বেঙ্গালুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
কোহলির দুরন্ত সেঞ্চুরিতে প্লে অফের পথে আরও এগিয়ে গেল বেঙ্গালুরু

সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে প্লে অফের সম্ভাবনা আরও উজ্জ্বল করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুরন্ত সেঞ্চুরি করে বেঙ্গালুরুর জয়ের নায়ক বিরাট কোহলি। আইপিএলে এটা তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। স্পর্শ করলেন ক্রিস গেলের কৃতিত্ব। এদিন প্রথমে ব্যাট করে ১৮৬/‌৫ তোলে হায়দরাবাদ। ৪ বল বাকি থাকতে ১৮৭/‌২ তুলে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।
টস জিতে এদিন হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। শুরুর দিকে রান তোলার গতি ভাল ছিল না হায়দরাবাদের। পাওয়ার প্লে–র  ৬ ওভারে তোলে ৪৯/‌২। পঞ্চম ওভারের প্রথম ও তৃতীয় বলে অভিষেক শর্মা (‌১৪ বলে ১১)‌ ও রাহুল ত্রিপাঠিকে (‌১২ বলে ১৫)‌ তুলে নেন মাইকেল ব্রেসওয়েল। অধিনায়ক এইডেন মার্করামও (‌২০ বলে ১৮)‌ বড় রান তুলতে পারেননি। ১০৪ রানে ৩ উইকেট হারায় হায়দরাবাদ।
মার্করামরা রান না পেলেও ঝড় তোলেন ক্লাসেন। ২৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তাঁর সেঞ্চুরি আসে ৫০ বলে। ১৮.‌৫ ওভারে হর্ষাল প্যাটেলের বলে বোল্ড হন ক্লাসেন। ৫১ বলে ১০৪ রান করে তিনি আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮৬/‌৫ করে হায়দরাবাদ। হ্যারি ব্রুক ১৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। ১৩ রানে ২ উইকেট নেন ব্রেসওয়েল।
জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। পাওয়ার প্লে–র ৬ ওভারে ৬৪ রানে পৌঁছে যায় বেঙ্গালুরু। দ্বাদশ ওভারের প্রথম বলে ২ রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ডুপ্লেসি, বেঙ্গালুরুও পৌঁছে যায় ১০০ রানে। একই ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে ৫০–এ পৌঁছে যান বিরাট কোহলিও। ভুবনেশ্বর কুমারকে ছক্কা হাঁকিয়ে ৬২ বলে সেঞ্চুরিতে পৌঁছন তিনি। পরের বলেই অবশ্য আউট হন কোহলি (‌৬৩ বলে ১০০)‌। তাঁর ইনিংসে রয়েছে ১২টি ৪ ও ৪টি ৬।
কোহলি ফিরে যাওয়ার পরের ওভারেই আউট হন ফাপ ডুপ্লেসি। ৪৭ বলে তিনি করেন ৭১। ৪ বল বাকি থাকতে ১৮৭/‌২ তুলে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এল তারা। টপকে গেল মুম্বই ইন্ডিয়ান্সকে। একইসঙ্গে কার্যত শেষ হয়ে গেল নাইট রাইডার্সের প্লে অফের স্বপ্ন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!