Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২, ২০২৩

দুরন্ত উডের ৫ উইকেট, সৌরভ–পন্টিংয়ের ক্ষুরধার মস্তিষ্কও জেতাতে পারল না দিল্লি

আরম্ভ ওয়েব ডেস্ক
দুরন্ত উডের ৫ উইকেট, সৌরভ–পন্টিংয়ের ক্ষুরধার মস্তিষ্কও জেতাতে পারল না দিল্লি

সব সময় উর্বর মস্তিষ্ক দিয়ে কাজ হয় না। মাঠে নেমে পারফরমেন্স করাটাও জুরুরি। সেটাই করতে পারলেন না ডেভিড ওয়ার্নাররা। কাজে লাগাতে পারলেন না সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিংয়ের মতো দুই ক্ষুরধার মস্তিষ্কের পরিকল্পনা। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে হার দিল্লি ক্যাপিটালসের। লখনউ সুপার জায়ান্টসের কাছে হারতে হল ৫০ রানে। প্রথমে ব্যাট করে লখনউ তুলেছিল ১৯৩/‌৬। জবাবে ২০ ওভারে ১৪৩/‌৯ তোলে দিল্লি।
টস জিতে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার লখনউকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। দিল্লির বোলারদের সামনে শুরুতে দাপট দেখাতে পারেননি লোকেশ রাহুল ও কাইল মেয়ার্স। চতুর্থ ওভারে লোকেশ রাহুলকে (‌১২ বলে ৮)‌ তুলে নেন চেতন সাকারিয়া। এরপর তান্ডবলীলা চালান কাইল মেয়ার্স। দীপক হুডা (‌১৮ বলে ১৭)‌ অবশ্য সুবিধা করতে পারেননি। একাদশ ওভারের শেষ বলে তাঁকে তুলে নেন কুলদীপ যাদব। পরের ওভারেই ফেরেন কাইল মেয়ার্স। ৩৮ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি।
এরপর দলকে এগিয়ে নিয়ে যান নিকোলাস পুরান (‌২১ বলে ৩৬)‌। শেষ দিকে ৭ বলে ১৮ রানের কার্যকরী ইনিংস খেলেন আয়ুস বাদোনি। ২০ ওভারে ১৯৩/‌৬ রানে পৌঁছে যায় লখনউ। খলিল আমেদ ও চেতন সাকারিয়া ২টি করে উইকেট নেন। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব পান ১টি করে উইকেট। আইপিএল অভিষেকে ব্যর্থ বাংলার মুকেশ কুমার।
জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল দিল্লি। ওপেনিং জুটিতে ওঠে ৪১। পঞ্চম ওভারের তৃতীয় বলে পৃথ্বী শ–র (‌৯ বলে ১২)‌ স্টাম্প ছিটকে দিয়ে লখনউকে প্রথম সাফল্য এনে দেন মার্ক উড। পরের বলেই ছিটকে দেন মিচেল মার্শের (‌০)‌ স্টাম্পও। পরপর দুইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। সপ্তম ওভারে আবার আঘাত উডের। ফেরান সরফরাজ খানকে (‌৪)‌।
৭ ওভারের মধ্যে ৪৮ রানে ৩ উইকেট হারায় দিল্লি। এরপর ওয়ার্নার ও রসোর জুটি দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। দ্বাদশ ওভারের শেষ বলে রিলে রসোকে (‌২০ বলে ৩০)‌ রবি বিষ্ণোই তুলে নিতেই জয়ের আশা শেষ হয়ে যায় দিল্লির। রভম্যান পাওয়েলও (‌৪)‌ নিজেকে মেলে ধরতে পারেননি। একা লড়াই করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার (‌৪৮ বলে ৫৬)‌। ২০ ওভারে ১৪৩/‌৯ তোলে দিল্লি। দুরন্ত বোলিং করে ১৪ রানে ৫ উইকেট তুলে নেন মার্ক উড। ৩১ রানে ২ উইকেট রবি বিষ্ণোইয়ের। ২৯ রানে ২ উইকেট নেন আবেশ খান।   ‌‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!