Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২০, ২০২৪

বৃষ্টিতে পণ্ড নাইট রাইডার্স–রাজস্থান ম্যাচ, পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয় স্থানে শেষ করল হায়দরাবাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
বৃষ্টিতে পণ্ড নাইট রাইডার্স–রাজস্থান ম্যাচ, পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয় স্থানে শেষ করল হায়দরাবাদ

আইপিএলে লিগের শেষ ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে। নাইট রাইডার্সের কাছে গুরুত্বহীন হলেও রাজস্থানের কাছে ছিল দ্বিতীয় স্থান পাওয়ার লড়াই। কিন্তু বৃষ্টির জন্য গুয়াহাটিতে ম্যাচ পরিত্যক্ত। টস হলেও একবলও খেলা হল না। ফলে দ্বিতীয় স্থান অধরা থেকে গেল রাজস্থানের কাছে। দ্বিতীয় স্থানে শেষ করল সানরাইজার্স হায়দরাবাদ। দিনের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল তারা। ফলে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এলিমিনেটরে খেলবে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
গুয়াহাটিতে নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ম্যাচে টসের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির প্রকোপ ক্রমশ বাড়তে থাকে। এরপর বৃষ্টি থামলে ঠিক হয় ৭ ওভারের ম্যাচ হবে। খেলা শুরু হওয়ার কথা ছিল ১০.‌৪৫ নাগাদ। সেই মতো রাত সাড়ে ১০টা নাগাদ টস হয়। কিন্তু ম্যাচ শুরুর আগে আবার বৃষ্টি নামে। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে।
১৪ ম্যাচে ২০ পয়েন্টে শীর্ষে নাইট রাইডার্স। ১৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে হায়দরাবাদ। রাজস্থানের পয়েন্টও ১৭। কিন্তু নেট রানরেটে পিছিয়ে থাকায় তারা তৃতীয় স্থানে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের পয়েন্টও ১৪। নেট রানরেটে চেন্নাইকে পেছনে ফেলে প্লে–অফের ছাড়পত্র পেয়েছে বেঙ্গালুরু। ২১ মে আমেদাবাদে প্রথম কোয়ালিফায়ারের খেলবে নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ২২ মে এলিমিনেটরে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
রবিবার দিনের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারায় হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২১৪/‌৪ তোলে পাঞ্জাব। প্রভসিমরন সিং ও অথর্ব তাইডের ওপেনিং জুটিও (‌৯৭)‌ বড় রানের ভিত গড়ে গিয়েছিল। অথর্ব (‌২৭ বলে ৪৬)‌ আউট হওয়ার পর প্রভসিমরনের (‌৪৫ বলে ৭১)‌‌ সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রাইলি রুসো (‌২৪ বলে ৪৯)। ভারপ্রাপ্ত অধিনায়ক জিতেশ শর্মা ‌১৫ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।
রান তাড়া করতে শুরুতেই বিপর্যয় হায়দরাবাদের। প্রথম বলেই ট্রাভিস হেডকে বোল্ড করেন অর্শদীপ সিং। এরপর হায়দরাবাদকে টেনে নিয়ে যান অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠী (‌১৮ বলে ৩৩)‌। অভিষেকের ২৮ বলে ৬৬ রানের  ইনিংসই হায়দরাবাদের ভিত গড়ে গিয়েছিল। ১০ ওভারেই ১২৯ রানে পৌঁছে যায় হায়দরাবাদ। নীতিশ রেড্ডি (‌২৫ বলে ৩৭)‌, হেনরিখ ক্লাসেনরা (‌২৬ বলে ৪২)‌ দলকে জয়ের দিকে এগিয়ে দেন। ৫ বল বাকি থাকতে ২১৬/‌৬ তুলে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!