- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২২, ২০২৪
হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স

আইপিএলের শুরুর দিকে নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি মিচেল স্টার্ক। তাঁর পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছিল। তাহলে কি ২৪.৭৫ কোটি টাকা জলে গেল কলকাতা নাইট রাইডার্সের? তিনি যে বড় ম্যাচের ঘোড়া, প্রথম কোয়ালিফায়ারেই বুঝিয়ে দিলেন মিচেল স্টার্ক। এই অসি জোরে বোলাররের বিধ্বংসী স্পেলেই শেষ সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গেল নাইটরা। যদিও হায়দরাবাদের ফাইনালে ওঠার আশা এখনও শেষ হয়নি। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতলে ফাইনালের ছাড়পত্র পাবে প্যাট কামিন্সের দল।
গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল হায়দরাবাদ। দ্বিতীয় বলেই স্টার্কের ধাক্কা। স্বদেশীয় ট্রাভিস হেডের (০) স্টাম্প ছিটকে দেন। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়েছিলেন হেড। এদিন দ্বিতীয় বলে। পরের ওভারে আবার ধাক্কা হায়দরাবাদের। আর এক বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মাকে (৩) ফেরান বৈভব আরোরা। পঞ্চম ওভারে পরপর ২ বলে নীতীশ রেড্ডি (৯) ও শাহবাজ আমেদকে (০) তুলে নিয়ে হায়দরাবাদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন স্টার্ক।
৫ ওভারের মধ্যেই ৩৯ রানে ৪ উইকেট হারায় হায়দরাবাদ। এরপর রুখে দাঁড়ান রাহুল ত্রিপাঠী ও হেনরিখ ক্লাসেন। ১০১ রানের মাথায় আউট হন ক্লাসেন (২১ বলে ৩২)। ত্রিপাঠী (৩৫ বলে ৫৫) আউট হতেই ধস নামে হায়দরাবাদ ইনিংসে। ১২৬ রানে ৯ উইকেট হারায়। অধিনায়ক প্যাট কামিন্স দলকে ১৫৯/১০ রানে পৌঁছে দেন। ২৪ বলে ৩০ রান করেন কামিন্স। ৩৪ রানে ৩ উইকেট নেন স্টার্ক।
১৬৫ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না নাইট রাইডার্সের সামনে। ফিল সল্ট না থাকায় সুনীল নারাইনের সঙ্গে ওপেন করতে নামেন রহমানুল্লাহ গুরবাজ। খারাপ শুরু করেননি। নারাইনের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন। ১৪ বলে ২৩ রান করে আউট হন গুরবাজ। ১৬ বলে ২১ রান করেন নারাইন। এই দুই ওপেনার আউট হওয়ার পর ভেঙ্কটেশ আয়ার ও শ্রেয়স আয়ারের অসমাপ্ত জুটি নাইট রাইডার্সকে জয় এনে দেয়। ১৩.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইট রাইডার্স। ভেঙ্কটেশ ২৮ বলে ৫১ ও শ্রেয়স ২৪ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন।
❤ Support Us