- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৬, ২০২৪
টানা ৬ ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখলেন বিরাট কোহলিরা

প্লে অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে গেলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জেতা ছাড়া রাস্তা ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মরণবাঁচন ম্যাচে জ্বলে উঠলেন ফাফ ডুপ্লেসিরা। সানরাইজার্স হায়দরাবাদের বিজয়রথ থামিয়ে টানা ৬ ম্যাচ হারের পর জয় তুলে নিল বেঙ্গালুরু। ডুপ্লেসিদের জয় ৩৫ রানে। ৯ ম্যাচে ৪ পয়েন্ট বেঙ্গালুরুর। জিতেও লিগ টেবিলে শেষেই রইল।
চলতি আইপিএলে রানের বন্যা দেখা গেছে সানরাইজার্স হায়দরাবাদের কাছ থেকে। বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে রেকর্ড ২৮৭ রান তুলেছিল। বাইশ গজে তান্ডবলীলা চালিয়েছিলেন ট্রাভিস হেড, অভিষোক শর্মা, হেনরিখ ক্লাসেনরা। বৃহস্পতিবার ঘরের মাঠে চূড়ান্ত ব্যর্থ হেড, ক্লাসেনরা। যার ফলে বেঙ্গালুরুর ২০৬ রান তাড়া করতে নেমে হায়দরাবাদ থেমে যায় ১৭১/৮ রানে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক ফাফ ডুপ্লেসি (২৫), উইল জ্যাকস (৬) মহীপাল লোমরোর (৭), দীনেশ কার্তিকরা (১১) বড় রান না পেলেও দলের ভিত গড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। ৪৩ বলে ৫১ রান করে তিনি আউট হন। রীতিমতো ঝড় তুলে ২০ বলে ৫০ রান করেন রজত পতিদার। ২০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। ৩০ রানে ৩ উইকেট নেন জয়দেব উনাদকাট। টি নটরাজন ২টি, প্যাট কামিন্স ও মায়াঙ্ক মার্কান্ডে ১টি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে শুরু থেকেই চাপে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। ঝড় তুলে অভিষেক শর্মা ১৩ বলে ৩১ করলেও বাকিরা ব্যর্থ। ট্রাভিস হেড ১, এইডেন মার্করাম ৭, নীতীশ কুমার রেড্ডি ১৩, হেনরিখ ক্লাসেন ৭, আবদুল সামাদ ১০ রান করেন। ৯.১ ওভারের মধ্যেই ৮৫ রানে ৬ উইকেট হারায়। এরপর আক্রমণ শানিয়ে প্যাট কামিন্স ১৫ বলে ৩১ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে হায়দরাবাদ। ৩৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। স্বপ্নিল সিং, কর্ণ শর্মা, ক্যামেরন গ্রিন ২টি করে উইকেট নেন।
❤ Support Us