Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৭, ২০২৪

সানরাইজার্স হায়দরাবাদকে প্লে–অফে তুলে দিল বৃষ্টি, ছিটকে দিল দিল্লি ক্যাপিটালসকে

আরম্ভ ওয়েব ডেস্ক
সানরাইজার্স হায়দরাবাদকে প্লে–অফে তুলে দিল বৃষ্টি, ছিটকে দিল দিল্লি ক্যাপিটালসকে

১২ ম্যাচে ১৪ পয়েন্ট ছিল সানরাইজার্স হায়দরাবাদের। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিতলেই প্লে–অফের টিকিট নিশ্চিত। বৃষ্টির জন্য একবলও খেলা হল না গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে। ম্যাচ পরিত্যক্ত। তবে প্লে–অফে যাওয়া আটকাল না হায়দরাবাদের। ভেস্তে যাওয়া ম্যাচে ১ পয়েন্ট পেয়ে প্লে–অফের টিকিট জোগাড় করে নিলেন প্যাট কামিন্সরা। অন্যদিকে, প্লে–অফের আশা শেষ হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের। প্লে–অফের চারনম্বর জায়গায় জন্য লড়াই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যে।
গুজরাটের বিরুদ্ধে ১ পয়েন্ট পাওয়ায় ১৩ ম্যাচে ১৫ পয়েন্টে পৌঁছে গেল হায়দরাবাদ। একমাত্র চেন্নাই সুপার কিংসই ১৫ পয়েন্টে পৌঁছতে পারে। এই মুহূর্তে ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। বেঙ্গালুরুর ১৩ ম্যাচে পয়েন্ট ১২। চেন্নাই সুপার কিংসের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনেও প্লে–অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে জিততেই হবে, পাশাপাশি নেট রানরেটও বাড়াতে হবে। ‌
গুজরাটের বিরুদ্ধে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হায়দরাবাদের প্রথম দুইয়ে থাকা অনিশ্চিত হয়ে গেল। প্রথম দুইয়ে জায়গা করে নিতে গেলে তাদের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচে জিততেই হবে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ম্যাচের দিকে। রাজস্থান জিতলে তারা দ্বিতীয় স্থানে শেষ করবে। আর নাইট রাইডার্স জিতলে হায়দরাবাদের সামনে সুযোগ থাকবে দ্বিতীয় স্থানে ওঠার। কলকাতা নাইট রাইডার্স অবশ্য ইতিমধ্যেই প্রথম স্থান নিশ্চিত করে ফেলেছে।
বৃহস্পতিবার হায়দরাবাদে বিকেল থেকেই বৃষ্টি নামায় গুজরাট–হায়দরাবাদ ম্যাচ শুরু করা যায়নি। টসের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে গিয়েছিল। কিন্তু আবার বৃষ্টি নামায় টসের সময় পিছিয়ে যায়। ৭.‌৩০ নাগাদ বৃষ্টি থামলে মাঠকর্মীরা দ্রুত আউটফিল্ড খেলার উপযোগী করার চেষ্টা করছিলেন। এরমধ্যে দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করে জানান, ৮টায় টস হবে, আর খেলা শুরু হবে ৮.‌১৫ মিনিট নাগাদ। ৭.‌৫৫ মিনিট নাগাদ আবার বৃষ্টি নামে। বৃষ্টি না থামায় রাত ১০টা নাগাদ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!