- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২, ২০২৪
লখনউর বিরুদ্ধে বিরাট ভরসায় বাঙ্গালোর
মহিলা প্রিমিয়ার লিগে স্মৃতি মানধানারা দুর্দান্ত পারফরমেন্স করলেও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরকে এখনও সেভাবে ছন্দে দেখা যায়নি। প্রথম ম্যাচে হার। দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম জয়। ঘরের মাঠে আবার কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজয়। আসলে বিরাট কোহলি ছাড়া বাকি ব্যাটারদের ব্যর্থতার জন্যই ধারাবাহিকতা দেখাতে পারছে না বেঙ্গালুরু। আজ ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরীক্ষায় নামছেন বিরাট কোহলিরা।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামার আগে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। অধিনায়ক ফাফ ডুপ্লেসি, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পতিদারদের ব্যাটে রান নেই। একমাত্র ভরসা বিরাট কোহলি। লোয়ার অর্ডারে দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত ও মহীপাল লোমরোর ভরসা না দিলে আরো করুণ অবস্থা হত বেঙ্গালুরুর। টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে চিন্তিত কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ভরসা সেই কোহলি। ফ্লাওয়ার বলেন, ‘কোহলি ছাড়া বাকিরা সেভাবে রান পাচ্ছে না। আশা করছি লখনউ–র বিরুদ্ধে টপ অর্ডার ছন্দ খুঁজে পাবে।’
বোলিং নিয়ে চিন্তা রয়েছে বেঙ্গালুরুর। মহম্মদ সিরাজ একেবারেই ছন্দে নেই। তিন ম্যাচে মাত্র ২টি উইকেট পেয়েছেন। ওভার প্রতি রান দিয়েছেন ১০। আর এক জোরে বোলার ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোশেফের করুণ অবস্থা। মাত্র ১টা উইকেট পেয়েছেন। ওভার প্রতি রান দিয়েছেন ৯.৪। আজ বোলিংয়ে পরিবর্তন করতে পারে বেঙ্গালুরু। রিস টপলি বা লকি ফার্গুসনকে প্রথম একাদশে নিয়ে আসা হতে পারে।
বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে স্বস্তিতে নেই লখনউ সুপার জায়ান্টসও। অধিনায়ক লোকেশ রাহুলের ফিটনেস নিয়ে সমস্যা রয়েই গেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন রাহুল। আজ মাঠে নামতে পারবেন কিনা, ম্যাচের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে লখনউ টিম ম্যানেজমেন্ট।
❤ Support Us