- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২১, ২০২৫
৬ এপ্রিল রাম নবমীর জন্য নিরাপত্তা দিতে পারবে না পুলিশ, কলকাতা থেকে গুয়াহাটি সরে যাচ্ছে নাইট রাইডার্সের ম্যাচ

শুধু কলকাতার দর্শকরাই নন, আসামের গুয়াহাটির দর্শকরাও ঘরের মাঠে বসে উপভোগ করতে পারবেন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। সেই সুযোগ এনে দিয়েছে রাম নবমী। ৬ এপ্রিল ইডেনে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ গুয়াহাটিতে সরে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও সরকারিভাবে না জানানো হলেও সিএবি প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন ৬ তারিখের ম্যাচ গুয়াহাটিতে সরে যাচ্ছে।
৬ এপ্রিল রাম নবমী। ওইদিনই ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ রয়েছে। এই ম্যাচ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই জটিলতা তৈরি হয়েছিল। রাম নবমীতে কলকাতায় ধর্মীয় মিছিল বার হবে। এই পরিস্থিতিতে রাম নবমীর দিন ইডেনে আইপিএল ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না বলে আগেই কলকাতা পুলিশের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল।
কয়েকদিন ধরে কলকাতা পুলিশের সঙ্গে এই ব্যাপারে সিএবি কর্তারা দফায় দফায় বৈঠক করে। তাতেও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। পুলিশ নিজেদের সিদ্ধান্তে অনড়। এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছে কোনও ভাবেই সূচি পরিবর্তন করা যাবে না। ফলে ম্যাচের স্থান পরিবর্তন করতে হচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতার আশেপাশের শহরেই ম্যাচটা আয়োজনের চিন্তাভাবনা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম নাম উঠে আসে গুয়াহাটির। তাই কলকাতা থেকে ম্যাচ সরিয়ে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে।
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি বলেন, ‘কলকাতা পুলিশের সঙ্গে ৬ এপ্রিলের ম্যাচ নিয়ে বেশ কয়েকবার বৈঠক করেছি। কিন্তু পুলিশ কোনওভাবেই ওই দিন ইডেনে ম্যাচ আয়োজনে রাজি নয়। পরিস্কার জানিয়ে দিয়েছে, রাম নবমীর দিন পুলিশ দেওয়া সম্ভব নয়। বোর্ডও জানিয়ে দিয়েছে ম্যাচের সূচি পরিবর্তন সম্ভব নয়। ফলে ম্যাচ সরে যাচ্ছে গুয়াহাটিতে।’
❤ Support Us