- বি। দে । শ
- এপ্রিল ২৪, ২০২৪
ইজরায়েলের সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে গত শুক্রবার পাল্টা হামলা চালাতে চেয়েছিল ইজরায়েল। লক্ষ্য ছিল রাজধানী তেহরানের কাছের সামরিক ঘাঁটি। পশ্চিমী মিত্রদেশগুলির চাপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইজরায়েল সরকার। এরই মাঝে উত্তর ইজরায়েলের সেনা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই গোষ্ঠীটি ইরানের কাছ থেকে আর্থিক ও সামরিক সাহায্য পেয়ে থাকে।
হিজবুল্লাহর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে এইন জেইটিম ঘাঁটিতে ৯১ ডিভিশনের তৃতীয় পদাতিক ব্রিগেডের সদর দফতরে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, এক ডজন কাতিউশা রকেট উৎক্ষেপণ করা হয়েছে। ৮২ মিমি এবং ১৩২ মিমি রকেটগুলি প্রায়শই সশস্ত্র গোষ্ঠী দ্বারা ব্যবহৃত হয়।
লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শ্রীফা, ওদাইসেহ এবং রাব তলাতিনে ইজরায়েলের সাম্প্রতিক হামলাসহ দক্ষিণ লেবাননের গ্রামে ইজরায়েলি অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে। ইজরায়েলের সামরিক বাহিনী রকেটের উৎস লক্ষ্য করে পাল্টা জবাব দেয়। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ইজরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধ শুরুর পর থেকে উভয় পক্ষেরই হতাহতের সংখ্যা বেড়েছে। এএফপি–র পরিসংখ্যান অনুসারে লেবাননে ৭০ জন বেসামরিক নাগরিকের পাশাপাশি অন্তত ৩৭৬ জন নিহত হয়েছেন। অধিকাংশই হিজবুল্লাহ যোদ্ধা। অন্যদিকে, ইজরায়েলের ১০ জন সেনা ও ৮ জন বেসামরিক নাগরিক মারা গেছে।
❤ Support Us