- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৭, ২০২৩
ওডিশা এফসি–র বিরুদ্ধে এগিয়ে গিয়েও হারতে হল ইস্টবেঙ্গলকে

আইএসএলের প্রথম পর্বের ম্যাচে ম্যাচে ওডিশা এফসি–র বিরুদ্ধে প্রথমে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। দ্বিতীয় পর্বের ম্যাচেও তারই পুনরাবৃত্তি। প্রথমে এগিয়ে গিয়েও জয় অধরা লালহলুদের। ৩–১ ব্যবধানে হারতে হল ইস্টবেঙ্গকে। প্রথমে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন ক্লেইটন সিলভা। ওডিশার হয়ে সমতা ফেরান দিয়েগো মরিসিও। প্রথমার্ধের শেষ মুহূর্তে দলকে এগিয়ে দেন নন্দা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান বাড়ান মরিসিও। ১২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে নবম স্থানেই রইল ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল ওডিশা।
এদিন কলিঙ্গ স্টেডিয়ামে জয়ের জন্য শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়েছিল ওডিশা এফসি। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিল লালহলুদ বক্সে। কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্ডাররা সতর্ক থাকায় গোল পায়নি। ম্যাচের গতির বিরুদ্ধে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ১০ মিনিটে ডানপ্রান্তে অ্যালেক্স লিমা বল ধরে ক্লেইটনের উদ্দেশ্যে পাঠান। বক্সের ডানদিকে সেই বল ধরে ওডিশা এফসি–র আগুয়ান গোলকিপার অমরিন্দার সিংয়ের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ক্লেইটন।
এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ওডিশা এফসি। রেনিয়ার ফার্নান্ডেজ, নন্দা, জেরি, দিয়েগো মরিসিওরা একের পর আক্রমণ তুলে নিয়ে আসছিলেন। ১২ মিনিটে সমতা ফেরানোর সুযোগও এসেছিল ওড়িশা এফসি– সামনে। ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি জেরি। অবশেষে ২২ মিনিটে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। রেনিয়ার ফার্নান্ডেজের কর্ণারে ডানপায়ের ফ্লিকে বল জালে পাঠান দিয়েগো মরিসিও। প্রথমার্ধের ইনজুরি সময়ের শেষ মুহূর্তের গোলে এগিয়ে যায় ওডিশা এফসি। বাঁপ্রান্ত থেকে বল ধরে নন্দা এগিয়ে গিয়ে বাঁপায়ে সেন্টার করতে চেয়েছিলেন। বল একটু বেশি সুইং করে লালহলুদ গোলকিপার শুভম সেনের মাথা টপকে জালে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল দিয়েগো মরিসিও–র সামনে। শুভম সেনকে একা পেয়েও বল জালে রাখতে পারেননি। পরের মিনিটেই অবশ্য রেনিয়ার ফার্নান্ডেজের পাস থেকে ৩–১ করেন মরিসিও। ৬৬ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল অ্যালেক্স লিমার সামনে। তাঁর শট কোনও রকমে বাঁচান ওডিশা গোলকিপার অমরিন্দার সিং। ৮৪ মিনিটে ওডিশা এফসি–র জালে বল পাঠিয়েছিলেন অঙ্কিত মুখার্জি। অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। ২ মিনিট পর জেরির দুরন্ত শট বাঁচিয়ে ব্যবধান বাড়তে দেননি ইস্টবেঙ্গল গোলকিপার শুভম সেন।
❤ Support Us