- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৩, ২০২৪
আইএসএল ডার্বিতে ইতিহাস বদলাতে মরিয়া, প্রত্যাশার চাপ নিয়ে নামছে ইস্টবেঙ্গল
চলতি মরশুমে দু্’দুবার ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু আইএসএল ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে এখনও জয় অধরা লাল–হলুদের। সেই অধরা মাধুরী স্পর্শ করার লক্ষ্যে শনিবার মাঠে নামছে কার্লেস কুয়াদ্রাত ব্রিগেড। তবে প্রত্যাশার চাপ নিয়ে শনিবার ডার্বিতে মাঠে নামতে হচ্ছে ইস্টবেঙ্গলকে।
১২ বছর সর্বভারতীয় ট্রফি ছিল না ইস্টবেঙ্গলের। কদিন আগেই কলিঙ্গ সুপার কাপ জিতে সর্বভারতীয় ট্রফির খরা কাটিয়েছে। গোটা শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে। সুপার কাপ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আইএসএল ডার্বিতে বাজিমাত করতে চায় ইস্টবেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রাতও আত্মবিশ্বাসী। শনিবারের ডার্বি জিতে মোহনবাগানের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে চান। মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগে লাল–হলুদ কোচ বলেন, ‘মোহনবাগান আমাদের থেকে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছে। এটা আর বাড়তে দেওয়া যাবে না। শনিবার ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলে নিয়ে ব্যবধান কমাতে হবে।’
যদিও মোহনবাগানকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কুয়াদ্রাত। তার যথেষ্ট কারণ আছে। সুপার কাপের মোহনবাগানের সঙ্গে এই মোহনবাগানের আকাশপাতাল তফাৎ। জাতীয় দল থেকে ফুটবলাররা ফিরে আসায় শক্তি অনেকটাই বেড়েছে। পাশাপাশি চোট সারিয়ে খেলার মতো জায়গায় এসেছেন আনোয়ার আলি, সাহাল আব্দুল সামাদরা। কুয়াদ্রাত বলেন, ‘সুপার কাপের মোহনবাগানের সঙ্গে এই মোহনবাগানের মিল খুঁজতে যাওয়াটা ভুল হবে। দলের শক্তিবৃদ্ধি ঘটেছে। তাছাড়া হাবাসের মতো কোচও রয়েছে। জিততে গেলে আমাদের যথেষ্ট লড়াই করতে হবে।’
ডার্বিতে মাঝমাঠ নিয়ে কিছুটা হলেও চিন্তায় থাকতে হচ্ছে কুয়াদ্রাতকে। কার্ড সমস্যার জন্য সৌভিক চক্রবর্তী খেলতে পারবেন না। লোনে এফসি গোয়াতে চলে যাওয়ায় পাবেন না বোরহা হেরেরাকেও। তবে বাকিদের ওপর ভরসা রাখছেন লাল–হলুদ কোচ। সৌভিকের না থাকাটা সমস্যায় ফেলবে ইস্টবেঙ্গলকে। কারণ, সুপার কাপ ডার্বিতে মাঝমাঠে কর্তৃত্ব দেখিয়েছিলেন। বোতলবন্দী করে রেখেছিলেন হুগো বুমোসকে। এখন দেখার সৌভিকের বিকল্প হিসেবে কাকে দায়িত্ব দেন কুয়াদ্রাত।
❤ Support Us