Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৯, ২০২৩

“খাবার-জল-বিদ্যুৎ সব বন্ধ”, গাজা দখলের নীল নকশা প্রস্তুত ইজরায়েলের

আরম্ভ ওয়েব ডেস্ক
“খাবার-জল-বিদ্যুৎ সব বন্ধ”, গাজা দখলের নীল নকশা প্রস্তুত ইজরায়েলের

হামাসের বিরুদ্ধে প্রবল আক্রোশে ফুঁসছে জঙ্গি হামলায় রক্তাক্ত ইজরায়েল। হামাসকে চরম শিক্ষা দিতে প্রত্যাঘাত শুরু করেছে “ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস”। লড়াই এখন তুঙ্গে। এই প্রেক্ষাপটে গাজা দখলের নীল নকশা তৈরি করে ফেলেছে ইহুদি দেশ ইসরায়েল। হামাসের নিয়ন্ত্রণে থাকা ওই ভূখণ্ডে খাবার, বিদ্যুৎ ও জ্বালানির জোগান বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইজরায়েলের বিদেশমন্ত্রী ইয়োআভ গালান্ত।

গত শনিবার থেকে ইজরায়েলে বেনজির হামলা শুরু করেছে প্যালেস্টাইনের শিয়া জঙ্গি সংগঠন হামাস। গাজা থেকে ইজরায়েলি ভূখণ্ডে হাজার হাজার রকেট ছুঁড়ছে ইরানের মদতপুষ্ট ওই সংগঠনটি। ইজরায়েলে ঢুকে অনেককে বন্দি করেছে হামাস বলেও খবর। তাদের গাজায় জঙ্গিদের ডেরায় নিয়ে যাওয়া হয়েছে। এই হামলায় প্রাণ হারিয়েছেন ইজরায়েলের কমপক্ষে ৭০০ নাগরিক। নিহত হয়েছেন ৫০ জন সেনাও। গাজায় জঙ্গিঘাঁটিতে ইজরায়েলের গোলাবর্ষণে প্রাণ হারাতে হয়েছে প্রায় ৪০০ জনকে। এই প্রেক্ষাপটে গাজা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইজরায়েলের বিদেশমন্ত্রী ইয়োআভ গালান্ত। তাঁর হুঙ্কার, হামাসের নিয়ন্ত্রণে থাকা ওই ভূখণ্ডে খাবার, বিদ্যুৎ ও জ্বালানির জোগান বন্ধ করে দেওয়া হবে।

বলে রাখা ভালো, ১৪০ স্ক্যোয়ার মাইলের গাজাতে ২০ লক্ষ মানুষের বাস। অত্যন্ত ঘন বসতিপূর্ণ ওই অঞ্চলের আকাশপথ, সমুদ্র সৈকত ও জলসীমা নিয়ন্ত্রণ করে ইজরায়েল। ফলে বর্ডার ক্রসিং হয়ে কীভাবে কতটা পণ্য গাজায় ঢুকবে তা ঠিক করে তেল আভিভ। একইভাবে, মিশরে সঙ্গেও সীমান্ত ভাগ করে নিয়েছে গাজা। ফলে গাজা অবরুদ্ধ হলে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে যাবে। ইতিমধ্যে গাজা সীমান্তে হাজার হাজার ইজরায়েলি সেনা ও সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্ক জড়ো হয়েছে। শনিবার থেকে ৩ লক্ষ রিজার্ভ বাহিনী জড়ো করে ফেলেছে দেশটি।

ইজরায়েল-হামাস যুদ্ধে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। প্যালেস্তিনীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গাজায় ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৪৯৩ জনের। আহত কমপক্ষে ৩ হাজার। প্রাণের ভয়ে ঘরছাড়া ১ লক্ষ ২৩ হাজার মানুষ। গাজায় রাষ্ট্রসংঘের একটি স্কুলে বোমা ফেলেছে ইজরায়েলের যুদ্ধবিমান। সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ইজরায়েলের ৭০০ জনের। আহত হাজার দুয়েক। সব মিলিয়ে, হামাসকে চরম শিক্ষা দেওয়ার হুঙ্কার দিয়েছে ইহুদি দেশটি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!