Advertisement
  • বি। দে । শ
  • মার্চ ২৯, ২০২৪

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তছনছ হিজবুল্লার সামরিক ঘাঁটি। নিহত অন্তত ৪২। পশ্চিম এশিয়ায় যুদ্ধের নতুন রক্তচক্ষু

আরম্ভ ওয়েব ডেস্ক
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তছনছ হিজবুল্লার সামরিক ঘাঁটি। নিহত অন্তত ৪২। পশ্চিম এশিয়ায় যুদ্ধের নতুন রক্তচক্ষু

ইসরাইলি বিমান হানায়, অ্যালোপ্পোর কাছাকাছি অঞ্চলে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে।বিবিসি সিরিয়ার প্রতিরক্ষা দফতরের সূত্র উল্লেখ করে বলেছে, বৃহস্পতিবার ৭..১৫ মিনিটে অতর্কিত হামলা শুরু হয়। হামলার জন্য ইসরাইলকে সরাসরি দায়ী করেছে সিরিয়া।অ্যালোপ্পো কিংবা সিরিয়ার অন্যত্র ইসরাইলি যুদ্ধ বিমানের এরকম ভয়ঙ্কর হামলা এই প্ৰথম।

ইসরাইলের সঙ্গে সিরিয়ার সম্পর্ক অতিরিক্ত তিক্ত। এর কারণ দুটো, সিরিয়া ইরানের অন্যতম নিকট বন্ধু।দ্বিতীয়ত ইসরাইল বিরোধী রাশিয়ার সঙ্গে দামাস্কাসের নৈকট্য আবার স্থাপিত হয়েছে।এসব সূত্রে চিন সিরিয়ার কূটনীতি ইসরাইলের অনুকূল নয়।বাথপার্টি অনেকদিন থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছে। বহু সঙ্কট পেরিয়ে নিজের প্রভাব বজায় রেখেছেন নির্বাচিত স্বৈরতান্ত্রিক বাশার আল আসাদ।ইরান শুধু তাঁর পাশের দেশ নয়, ইরান অভ্যন্তরীণ রাজনীতিকেও যথেষ্ট প্রভাবশালী।নিজের নিরাপত্তার স্বার্থে হিজবুল্লাহকে প্রশ্রয় দিচ্ছেন বাশার। হিজবুল্লাহ লেবানন, ফিলিস্তিন, জর্ডনেও খুবই শক্তিশালী। তাদের সামরিক অভিযানের লক্ষ্য ইসরাইল এবং উৎস লেবানন ও সিরিয়া। বারবার দেখা গেছে, হিজবুল্লাহ লেবানন থেকে ইসরাইলকে প্রতিরোধ করছে। গাজার ওপর তেল আবিভের সাম্প্রতিক উপর্যুপুরি হামলার মুহূর্তে ফিলিস্তিনিদের হয়ে অস্ত্র ব্যবহার করছে বলে হিজবুল্লাহের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইসরাইল। এসব কারণেই উগ্র শিয়াপন্ত্রীদের উত্তরাঞ্চলীয় ঘাঁটিতে হানা দিয়েছে ইসরাইলি যুদ্ধ বিমান। ক্ষয়-ক্ষতির বিশদ বিবরণ জানায়নি সিরিয়া। ইউরোপের রাজনৈতিক  পর্যবেক্ষকরা বলেছেন, নিহতদের সবাই হিজবুল্লার সদস্য। ইসরাইলের সামরিক কর্তৃপক্ষ বিবিসিকে বলেছে, আমরা বিদেশি সংবাদ মাধ্যমের খবর নিয়ে মন্তব্য করতে আগ্রহী নই। সিরিয়ার প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, সামরিক ও অসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলা করেছে ইসরাইল।

গাজা থেকে হামাসের ইসরাইল বিরোধী হামলা এবং ইসরাইলের প্রতি আক্রমণের পর থেকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে । সিরিয়ার হিজবুল্লাহ ঘাঁটিতে ইসরাইলের হামলা বড় রকমের যুদ্ধের আবহ তৈরি করতে পারে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!