- এই মুহূর্তে টে | ক | স | ই
- এপ্রিল ৩, ২০২৩
হেলিকপ্টারের সাহায্যে রকেট উৎক্ষেপণ, অভিনব কায়দায় পরীক্ষার সাফল্যে ইসরো প্রধানের অভিনন্দন
চিত্র : সংবাদ সংস্থা
রবিবার কর্নাটকের চিত্রদুর্গের অ্যারোনটিক্স রেঞ্জ থেকে আরএলভি রকেট উৎক্ষেপণ করা হয়। সমগ্র পরিকল্পনা সফল ভাবে বাস্তবায়নের জন্য ইসরোর চেয়ারপার্সন শ্রীরাধা পানিক্কর সোমনাথ ম্যানেজমেন্ট টিমকে ধন্যবাদ জানিয়েছেন। অভিননন্দন বার্তায় তিনি বলেছেন, বিশ্বে প্রথম হেলিকপ্টারের সাহায্যে আর এল ভির মতো একটি রকেট আকাশে ছাড়া হল আর অত্যন্ত সাফল্যের সঙ্গে তার অবতরণ সম্ভব হয়েছে।
প্রেস বিবৃতি জারি করে ইসরো জানিয়েছে, ডিআরডিওর সহযোগিতায় রবিবার সকালের ৭ টা ১০ নাগাদ আরএল ভি রকেট উৎক্ষেপণ করা হয়। ভারতীয় বিমানবাহিনীর চিনুক হেলিকপ্টার রকেটটিকে ভূপৃষ্ঠ থেকে ৪.৫ কিমি ঊর্ধ্বে নিয়ে যায়। কম্পিউটার পরিচালিত ব্যবস্থাপনায় আধ ঘণ্টার মধ্যে আকাশে কয়েক রাউণ্ড ঘুরে নির্ধারিত জায়গায় নেমে আসে রকেটটি।
ইসরো ও ভারতীয় বায়ু সেনা ছাড়াও সেন্টার ফর মিলিটারি এয়ারওর্দিনেস, অ্যারোনটিক্যাল ডেভেলপমেণ্ট এসট্যাবিলিশমেন্ট, আরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যাণ্ড ডেভেলপমেন্ট এসট্যাবিলিশমেণ্ট পরীক্ষাটি সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে সাহায্য করে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ও আরো বেশ কিছু প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের তত্ত্বাবধানে রকেট উৎক্ষেপণ ও অবতরণের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়।
❤ Support Us