- এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
- আগস্ট ৩০, ২০২৩
লঞ্চপ্যাডে পৌঁছে গেল আদিত্য এল-১, ঠিক হয়ে গেছে সৌর অভিযানের দিনক্ষণ

ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর সকাল ১১ টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি ৫৭ রকেটে চেপে সূর্যের দিকে পাড়ি দিচ্ছে আদিত্য এল-১। ইতিমধ্যেই সেই রকেট পৌঁছেছে লঞ্চপ্যাডে। সেই ছবি প্রকাশ করেছে ইসরো।
চন্দ্রযান ৩-এর সাফল্যে এখন সারা দেশ ভাসছে। আর ঠিক এই সময়েই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতিপর্ব শেষের মুখে ইসরো। আদিত্য এল-১ অভিযান আগামী মাসের প্রথম সপ্তাহেই লঞ্চ করা হবে জানা গিয়েছে। সূর্য সম্পর্ক নানা তথ্য হাতে পেতেই এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে ইসরোর তরফে। হাতে আর মাত্র কয়েকটা দিন। এই আবহে ফের নতুন করে ব্যস্ত হয়ে পড়েছেন ইসরোর বিজ্ঞানীরা।
ইসরোর ঘোষণা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বরই আদিত্য এল-১ মিশন লঞ্চ করা হবে। সেই লক্ষ্যেই আদিত্য এল-১ স্যাটেলাইটটি ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে নিয়ে এসে হয়েছে। চন্দ্রযানের সাফল্য নিশ্চিত হতেই এবার সৌরযান নিয়ে নতুন উৎসাহে কাজে নেমে পড়েছেন ইসরোর বিজ্ঞানীরা। জানা গিয়েছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা পিএসএলভি রকেটের সাহায্যেই আদিত্যকে মহাকাশে পাঠাবে ইসরো।
ইসরো সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর ইউআর রাও স্য়াটেলাইট সেন্টারে তৈরি হয়েছে এই স্যাটেলাইটটি। মহাকাশে ঘুরে ঘুরে সূর্য সম্পর্ক নানা তথ্য ইসরোর বিজ্ঞানীদের পাঠাবে আদিত্য এল-১। সূর্যের তথ্য পেতে এই প্রথম কোনও কৃত্তিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো। এই মিশন সফল হসে ইসরোর মুকুটে জুড়বে আরও একটি নতুন সাফল্যের চিহ্ন।
❤ Support Us