- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১১, ২০২৩
শুটিং বিশ্বকাপে ভারতকে পদক এনে দিলেন রিদম সাঙ্গোয়ান

আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ভারতকে পদক এনে দিলেন রিদম সাঙ্গোয়ান। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মহিলাদের ১০০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের এই শুটার। শুটিং বিশ্বকাপে সিনিয়র বিভাগে রিদম সাঙ্গোয়ানের এটাই প্রথম ব্যক্তিগত পদক।
২১৯.১ স্কোর করে ফাইনালে তৃতীয় স্থানে শেষ করেন রিদম সাঙ্গোয়ান। গ্রিস অলিম্পিকে সোনাজয়ী আনা কোরাকাকি প্রথম স্থান অধিকার করেছেন এবং ২০০৪ এথেন্স অলিম্পিকে সোনাজয়ী ইউক্রেনের ওলেনা কোস্টাভিজ রুপো জিতেছেন।
১৯ বছর বয়সী রিদম সাঙ্গোয়ান যোগ্যতা অর্জন পর্বে ৫৮১ স্কোর করে তৃতীয় স্থান লাভ করেন এবং ফাইনালের ছাড়পত্র পান। এশা সিং ৫৭৯ স্কোর করে যোগ্যতা অর্জন পর্বে অষ্টম স্থানে শেষ করেছিলেন এবং ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন। কিন্তু ফাইনালে শেষরক্ষা হয়নি। এদিকে, র্যাঙ্কিং পয়েন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী ভারতের সেরা শুটার মনু ভাকের ৬০ শটের যোগ্যতা অর্জন পর্বে ৫৭০ স্কোর করে ৪০তম স্থানে রয়েছেন। ভারতের আর এক শুটার দিব্যা টিএস যোগ্যতাঅর্জন পর্ব অতিক্রম করতে পারেননি। ৫৭৫ স্কোর করে তিনি ১৮তম স্থানে শেষ করেন।
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে যোগ্যতা অর্জন পর্বে ৫৮৯ স্কোর করে ফাইনালে উঠেছিলেন সরবজ্যোত সিং। কিন্তু ফাইনালে তিনি ১৫৮.৯ স্কোর করে চতুর্থ স্থানে শেষ করেন। এবছর মার্চে ভোপালে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপে সোনা জিতেছিলেন সরবজ্যোত।
❤ Support Us